ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৩ লাখ টাকা উদ্ধার অর্ধকোটি টাকা ছিনতাইয়ে জড়িত চার ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ০৪:২০, ৩ জানুয়ারি ২০১৮

১৩ লাখ টাকা উদ্ধার অর্ধকোটি টাকা ছিনতাইয়ে জড়িত চার ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে আদাবরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরান ঢাকা থেকে অর্ধকোটি টাকা ছিনতাইয়ের দুই সপ্তাহ পর এর সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, মাসুদ গাজী, মোঃ ইদ্রিস, মোঃ আসাদ ও ফারুক আহম্মেদ। এ সময় লুণ্ঠিত ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার আব্দুল বাতেন এ কথা জানান। বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ একজন ॥ রাজধানীর আদাবর বেড়িবাঁধ এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোঃ সুজন (২৫) নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক খোরশেদ আলম জানান, মঙ্গলবার ভোররাতে বেড়িবাঁধের একতা গেট এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল সুজন ও তার দল। এ রকম সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল সেখানে অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ আত্নরক্ষার্থে গুলি চালালে সুজনের ডান পায়ের হাঁটুর ওপরে গুলি লাগে।
×