ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘোড়ার আটকাদেশ

প্রকাশিত: ০৫:১৫, ২ জানুয়ারি ২০১৮

ঘোড়ার আটকাদেশ

মালিকের অপরাধে পোষা ঘোড়াকে শাস্তির কথা কেউ শুনেছেন? না শোনার-ই কথা। তবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক বিচারক স্থানীয় শেরিফ অফিসকে একটি ঘোড়া কারা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। কারণ ওই ঘোড়ার মালিক মাদকাসক্ত অবস্থায় ওইটির পিঠে চড়ে যাতায়াত করেছিলেন। পোক কাউন্টির বিচারক শ্যারন ফ্রাঙ্কলিন বলেন, ৫৩ বছর বয়সী ডোনা বায়রন ঘোড়ার তত্ত্বাবধান করার যোগ্য না। তাকে আগে নিজের মাদকাসক্তের চিকিৎসা করতে হবে। ২ নবেম্বর বায়রন গ্রেফতার হয়েছিলেন। কারণ তখন তিনি অতিরিক্ত মদপান করে ঘোড়ায় চলাচল করছিলেন। ফ্লোরিডার পুলিশ জানিয়েছে, ডোনা বায়রন নামের ওই নারী আইনগত সীমার দ্বিগুণ মদপান করেন। বায়রনের আইনজীবী ক্রেইগ হুইসেনহান্ট বলেন, ১১ জানুয়ারি তিনি কারাগারে তাকে দেখতে যাবেন। বায়রনের বিরুদ্ধে অভিযোগ, অতিরিক্ত মদপানে তার ভেতরে মনোবৈকল্য দেখা দিয়েছে। এছাড়া প্রাণীকে বিপন্ন অবস্থায় ফেলে দেয়াসহ শাস্তিযোগ্য অপরাধের প্রতি অবহেলার অভিযোগ আনা হয়েছে। -খবর ইয়াহু নিউজ
×