ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেনঝেনে সিমোনা-শারাপোভার উড়ন্ত সূচনা

প্রকাশিত: ০৪:২৯, ২ জানুয়ারি ২০১৮

শেনঝেনে সিমোনা-শারাপোভার উড়ন্ত সূচনা

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন মৌসুমের প্রথম ম্যাচেই দুর্দান্ত শুরু করেছেন সিমোনা হ্যালেপ ও মারিয়া শারাপোভা। সোমবার শেনঝেন ওপেনের প্রথম ম্যাচেই দারুণ জয় তুলে নিয়েছেন তারা। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা রোমানিয়ার সিমোনা হ্যালেপ এদিন ৬-৪ ও ৬-১ গেমে পরাজিত করেছেন নিকোল গিবসকে আর দিনের অন্য ম্যাচে রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভা ৬-৩ এবং ৬-০ গেমে হারান হ্যালেপেরই স্বদেশী মিহায়েলা বুজারনেস্কুকে। গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে সিমোনা হ্যালেপের। ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। শিরোপা জয়ের লড়াইয়ে লাটভিয়ার জেলেনা ওস্টাপেঙ্কোর কাছে হেরে যান হ্যালেপ। তবে মেজর কোন শিরোপার দেখা না পেলেও প্রথমবারের মতো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করে নেন তিনি। রোমানিয়ান তারকার লক্ষ্য এখন নতুন মৌসুমে নিজের সেরাটা দিয়ে খেলা। শুরুটাও করলেন ঠিক সেভাবেই। নতুন বছরের প্রথম ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন তিনি। ২০১৫ সালে শেনজেন ওপেনের চ্যাম্পিয়ন হয়েছিলেন হ্যালেপ। তিন বছর পর আবারও খেলতে নেমেছেন তার প্রিয় কোর্টে। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণরূপেই ভিন্ন। কেননা এই হ্যালেপ যে এখন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা! তাই এক নম্বর খেলোয়াড় হিসেবে নিজের প্রথম ম্যাচ জিতে দারুণ রোমাঞ্চিত হ্যালেপ। এ প্রসঙ্গে ম্যাচের পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ২৬ বছর বয়সী এই তারকা বলেন, ‘এখানে অসংখ্য জনতা এসে ভিড় করেছিল। যাদের সামনে খেলার অনুভূতিটাই অন্যরকম। তাছাড়া শেনজেনে খেলতে পারাটা আমার জন্য সবসময়ই গর্বের ব্যাপার। তিন বছর আগে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়নও হয়েছিলাম আর টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় হিসেবে নতুন বছরে এটাই আমার প্রথম জয়। প্রথম রাউন্ডের ম্যাচটা জিতে আমি আসলেই খুব খুশি হয়েছি।’ শেনজেন ওপেনের দ্বিতীয় রাউন্ডেও তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষ পাচ্ছেন হ্যালেপ। যেখানে চীনের দুয়ান ইংইংয়ের মুখোমুখি হবেন ১৫টি ডব্লিউটিএ শিরোপা জেতা রোমানিয়ার এই প্রতিভাবান খেলোয়াড়। এদিকে গত মৌসুমটা খুব ভাল কাটেনি মারিয়া শারাপোভার। তারপরও সমর্থকদের জন্য খুশির খবর দিয়েছেন কোর্টে ফিরেই। দীর্ঘ ১৫ মাসের নির্বাসন থেকে ফিরে আসা রাশিয়ান তারকার লক্ষ্য নতুন মৌসুমে স্বরূপে ফেরা। প্রথম ম্যাচেই অবশ্য আলো ছড়িয়েছেন তিনি।
×