ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বৃষ্টিতে ভেস্তে গেল বর্ষবরণ

প্রকাশিত: ০৪:১৯, ২ জানুয়ারি ২০১৮

কক্সবাজারে বৃষ্টিতে ভেস্তে গেল বর্ষবরণ

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ প্রবাদ আছে ‘পোষর ঝড়ে তুষত কড়ি’। মুরুব্বীরা বলে থাকেন পৌষ মাসের বৃষ্টিতে নাকি তুষেও কড়ি বা টাকা মিলে। রবিবার ভোর থেকে নতুন বছরের পহেলা দিনে কক্সবাজারে সর্বত্র গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। অসময়ের এ বৃষ্টিতে ইট ভাঁটি ও লবণ চাষবাদের ক্ষতি হলেও অন্য চাষীগণ নিঃসন্দেহে উপকৃত হবেন। ইতোমধ্যেই দুর্মুখরা বলে বেড়াচ্ছেন ‘ইটওয়ালা ফিট, নুনওয়ালা সুন’। তবে খনার বচন আছে ‘যদি বর্ষে মাঘের শেষ-ধন্য রাজার পুণ্য দেশ’। উল্লেখ্য, সোমবার ১ জানুয়ারি ২০১৮ খ্রিষ্টাব্দ পৌষ মাসের ১৮ তারিখ। হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার ও সেন্টমার্টিনদ্বীপে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে যাওয়া দেশী-বিদেশী পর্যটকরা হতাশ হয়ে পড়েছেন। রবিবার ভোর থেকেই জেলার সর্বত্র গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আগের দিন শনিবার থেকেই আকাশ মেঘলা। অথচ প্রকৃতির অপরূপ মায়াবী সেন্টমার্টিনদ্বীপে এবারে ‘থার্টি ফার্স্ট নাইটে’ বোনাস হিসেবে সৌভাগ্যক্রমে মিলেছিল ‘পূর্ণিমার চাঁদনী রাত’। যা সাধারণত মিলে না। রবিবার রাতে সেন্টমার্টিনদ্বীপে প্রতি বছরের ন্যায় বর্ষবরণের মিলন মেলা বসার আয়োজন ছিল। ২০১৭ খ্রীস্টাব্দের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় দ্বীপের খোলা নীল আকাশ ও শেষ সূর্যাস্ত প্রত্যক্ষ করার এরাদাও ছিল সকলের। কিন্ত সবই হঠাৎ করে বৈরী আবহাওয়ার কারণে ভেস্তে গেছে। জানা গেছে, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে থার্টি ফাস্ট নাইট উদযাপনে গত কয়েক দিন ধরে পর্যটকের ঢল নেমেছিল। এদের মধ্যে প্রেমিক জুটি, টিনএজ ও নব দম্পতির সংখ্যাই বেশি। বিদেশী পর্যটকের সংখ্যাও কম নয়। প্রতিদিন ৭টি পর্যটকবাহী জাহাজ এবং কাঠের ট্রলারে ৩ হাজারের অধিক দেশী-বিদেশী পর্যটক সেন্টমার্টিনদ্বীপে যান। গত কয়েক দিন ধরে ফিরতি জাহাজ ছিল একেবারে ফাঁকা। সকলেই চাঁদনী রাতে সেন্টমার্টিনে থার্টি ফাস্ট নাইট উদযাপনের জন্য অবস্থান করেন। সেন্টমার্টিনদ্বীপে শতাধিক আবাসিক হোটেল-মোটেল ও কটেজ রয়েছে। সবই অগ্রিম বুকিং হয়ে গেছে। পর্যটকবাহী জাহাজগুলোরও একই অবস্থা। গত কয়েক দিন ধরেই দেশী-বিদেশী পর্যটকদের পদচারণায় মুখরিত সেন্টমার্টিনদ্বীপ। কোথাও ঠাই নেই অবস্থা চলে। সেন্টমার্টিনদ্বীপের ইউপি চেয়ারম্যান আলহাজ নুর আহমদ বলেন, ‘দ্বীপে দেশী-বিদেশী পর্যটক থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে অবস্থান নেন। এবারে প্রচুর সংখ্যক দেশী-বিদেশী পর্যটক থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও বর্ষবরণের আনন্দ উচ্ছ্বাস প্রকাশে দ্বীপে সমবেত হয়েছিলেন। কয়েকটি হোটেলে বড় বড় পার্টিরা অনুষ্ঠানের আয়োজন করে অবস্থানও করেছিলেন। কিন্ত বৃষ্টির কারণে সৈকতে পর্যটকদের পদচারণা তেমন একটা দেখা যায়নি। হোটেলে বসে অলস সময় পার করিয়েছেন তারা।
×