ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পারমাণবিক বোমার বোতাম আমার ডেস্কেই থাকে

প্রকাশিত: ০৪:০১, ২ জানুয়ারি ২০১৮

পারমাণবিক বোমার বোতাম আমার ডেস্কেই থাকে

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন বছর উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে শান্তি ও হুমকির বার্তা দিয়েছেন। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রকে কিম হুঁশিয়ার করে বলেছেন, পারমাণবিক অস্ত্র ছোড়ার একটি বোতাম সবসময় তার ডেস্কে থাকে। আবার দক্ষিণ কোরিয়ার উদ্দেশে বলেছেন, আলোচনায় বসতে তিনি সবসময়ই প্রস্তুত। ভাষণে কিম বলেন, পুরো যুক্তরাষ্ট্রই উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পাল্লার মধ্যে রয়েছে। আর এটা সত্যি, কোন ফালতু হুমকি নয়। দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলার আগ্রহ বোঝাতে কিম বলেছেন, তার দেশ হয়ত সিউলে আসন্ন উইন্টার অলিম্পিকে একটা দলও পাঠাতে পারে। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে গতবছর একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। চালিয়েছে ষষ্ঠ ও সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা। গত বছরের শেষদিকে পিয়ংইয়ং যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় তা যুক্তরাষ্ট্রের মূল ভূখ-ের যেকোন জায়গায় আঘাত হানতে সক্ষম বলে ধারণা করছেন পর্যবেক্ষকরাও। ফলে রাজনৈতিকভাবে প্রায় বিচ্ছিন্ন পূর্ব এশিয়ার এই দেশটিকে নতুন করে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু কিম তার নববর্ষের ভাষণে বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ব্যালিস্টিক মিসাইল তৈরির পরিমাণ, উন্নয়ন এবং গতি আরও বাড়ানো হবে।
×