ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের ৩ জন দগ্ধ

প্রকাশিত: ০৫:১১, ২৯ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের ৩ জন দগ্ধ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ খুলশী থানার গরিবুল্লাহ হাইজিং সোসাইটির একটি বাসায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। গোলাম মহিউদ্দিন বাবুলের ভাড়া বাসায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। দগ্ধরা হলেন ওই বাসায় বসবাসকারী মেহেদী হাসানের স্ত্রী তানজিরা আক্তার (৩৫), মেয়ে তানজিনা (১৩) এবং ছেলে তানজীব (৮)। জানা যায়, গোলাম মহিউদ্দিন বাবুলের ভবনের দ্বিতীয় তলায় বসবাস করত পরিবারটি। রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সৃষ্ট আগুনে মারাত্মকভাবে দগ্ধ হয় এই তিনজন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গৃহবধূ তানজিরার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নিয়ে যাওয়া হবে। এদিকে সদরঘাট থানার বাংলাবাজার এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটায় নির্মাণাধীন একটি ভবনের নিচতলায় কাজ করার সময় মাটিচাপা পড়ে নিহত হন জামশেদ আলী (৫৫) নামে এক শ্রমিক। তার বাড়ি কিশোরগঞ্জের নিকলীর শান্তিপুর গ্রামে। নির্মাণাধীন ভবনে মাটি কাটার কাজ চলছিল। হঠাৎ মাটি ধ্বসে পড়লে চাপা পড়েন এই শ্রমিক। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
×