ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১০ দিনে নিহত ১০৯

প্রকাশিত: ০৩:৩৫, ৩০ ডিসেম্বর ২০১৭

ইয়েমেনে সৌদি জোটের হামলায় ১০ দিনে নিহত ১০৯

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট গত ১০ দিনে বিমান হামলায় ১শ’ ৯ বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এদের মধ্যে এক জনাকীর্ণ মার্কেটে ৫৪ জন নিহত হয়েছে এবং একই পরিবারের ১৪ জন নিহত হয়েছে এক কৃষি খামারে। দেশটিতে জাতিসংঘের এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা বলেছেন। খবর ইয়াহু নিউজ। জাতিংঘের আবাসিক সমন্বয়ক জ্যামি ম্যাকগোলড্রিক বলেছেন, এ লড়াই নিরর্থক ও অযৌক্তিক। ইরান-সমর্থিত হুতি আন্দোলনের বিরুদ্ধে জোটের অভিযানের অস্বাভাবিক সরাসরি সমালোচনা করে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অন্যান্য দেশ সমর্থিত সৌদি জোট এ অভিযানের তীব্র সমালোচনা করে বলেছে, এ তথ্যে বিশ্বাস যোগ্যতার অভাব রয়েছে। সৌদিরা বলেছেন, ম্যাকগোলড্রিক হুতিদের পক্ষ নিয়েছেন বলে মনে হচ্ছে। জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রাথমিক রিপোর্টগুলোর উদ্ধৃতি দিয়ে ম্যাকগোলড্রিক এক বিবৃতিতে বলেন, তাইজ প্রদেশে আত্তাজিযায় আলহেমা সাব-জেলায় এক জনবহুল মার্কেটে বিমান হামলায় ৫৪ জন নিহত ও ৩২ জন আহত হয়েছে। রিপোর্টে বলা হয়, নিহতদের মধ্যে ৮ জন ও আহতদের মধ্যে ৬ জন শিশু রয়েছে। একই দিন হোদেইদাহ প্রদেশে অত্তোহায়তা জেলায় এক কৃষি খামারে বিমান হামলায় ১৪ জন নিহত হয়েছে এবং অন্যত্র বিমান হামলায় আরও ৪১ জন নিহত ও ৪৩ জনের বেশি আহত হয়েছে।
×