ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

১১ জানুয়ারি শুরু হচ্ছে ট্যাব মেলা

প্রকাশিত: ০৬:০৪, ২৮ ডিসেম্বর ২০১৭

১১ জানুয়ারি শুরু হচ্ছে ট্যাব মেলা

স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের ‘ডিভাইস’ পরখ করে দেখার সুযোগ দিতে রাজধানীতে শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা। আগামী ১১ থেকে ১৩ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই মেলা বসছে। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সেপো মেকারের স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে এটি নবম আয়োজন। এবারের মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ‘ডিভাইস’ নিয়ে হাজির হবে দেশি-বিদেশি সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলো। জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাবলেটের পাশাপাশি প্রয়োজনীয় গেজেটও বিক্রি করবে। নতুন পণ্যের পাশাপাশি মেলায় থাকবে বিশেষ ছাড় ও উপহার। থাকবে বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ সব আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য মেলা উন্মুক্ত থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার মেসেঞ্জারের মাধ্যমে ছড়াচ্ছে ‘ডিগমাইন’ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। দিনে অন্তত একবার হলেও ব্যবহারকারীরা এতে উঁকি দিয়ে থাকেন। কিন্তু জনপ্রিয় এই মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘ডিগমাইন’। ক্ষতিকর এ ম্যালওয়্যারটি মেসেঞ্জার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি কম্পিউটারের গতি কমিয়ে দেয়। ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে বন্ধুদের ম্যালওয়্যারযুক্ত লিংকও পাঠাতে থাকে। এমনকি নিজ থেকেই ক্রোম ব্রাউজারে অপরিচিত ক্ষতিকর অ্যাডঅনস যুক্ত করে। আক্রান্ত কম্পিউটার বা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পেতে ব্যবহারকারীদের ডিজিটাল মুদ্রা পরিশোধে বাধ্য করা ম্যালওয়্যারটি শুধু মেসেঞ্জারের ডেস্কটপ সংস্করণে কাজ করে। ম্যালওয়্যারটির সন্ধান পাওয়া সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ট্রেন্ড মাইক্রো জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় প্রথম সন্ধান মেলে ম্যালওয়্যারটির। পরে ভিয়েতনাম, আজারবাইজান, ইউক্রেন, ফিলিপাইন, থাইল্যান্ড এবং ভেনিজুয়েলায় ছড়িয়ে পড়েছে। শিগগিরই এটি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। -অর্থনৈতিক রিপোর্টার
×