ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সভাপতি ড. আফরোজা সাধারণ সম্পাদক ড. আবু শামীম

প্রকাশিত: ০৪:০০, ২৬ ডিসেম্বর ২০১৭

সভাপতি ড. আফরোজা সাধারণ সম্পাদক ড. আবু শামীম

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী স্বাধীনতা শিক্ষক পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। নির্বাচনে ৩০১টি ভোটের মধ্যে ২২০ ভোট পেয়ে স্থাপত্য ডিসিপি-নের প্রফেসর ড. আফরোজা পারভীন সভাপতি এবং ২০২ ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপি-নের শিক্ষক প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ। বিশ্ববিদ্যালয় সূত্র মতে, প্রফেসর আফরোজা পারভীন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মধ্যে প্রথম নারী সভাপতি নির্বাচিত হলেন। নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি পদে প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান, যুগ্ম-সম্পাদক পদে সহযোগী অধ্যাপক মোঃ নূরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে সহকারী অধ্যাপক বিধান চন্দ্র সরকার, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে সহযোগী অধ্যাপক তুহিন রায়, প্রচার সম্পাদক পদে সহযোগী অধ্যাপক ড. মোঃ ইকবাল আহমেদ এবং সদস্য পদে নির্বচিত হয়েছেন প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক নিপা অধিকারী, সহযোগী অধ্যাপক ড. মোঃ দুলাল হোসেন, সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আহমেদ, সহকারী অধ্যাপক মোঃ ইমরান হোসেন ও প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামান। বগুড়ায় বখাটে যুবক আটক স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ ধুনট উপজেলায় স্কুলছাত্রীকে নির্যাতন মামলায় র‌্যাব রবিবার রাতে আকুল হোসেন (২০) নামে এক বখাটে যুবককে আটক করেছে। স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও নির্যাতন মামলায় সে পলাতক ছিল। র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প জানায়, র‌্যাবের একটি টিম ওই বখাটেকে গাজীপুরের মাওনা বাঁশবাড়ি এলাকা থেকে আটক করে। ধুনট উপজেলার ভুতবাড়ি গ্রামের বখাটে আকুল হোসেন একই এলাকার এক স্কুলছাত্রীকে দীর্ঘ দিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।
×