ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ফিলিপিন্সে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৩০

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ ডিসেম্বর ২০১৭

ফিলিপিন্সে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৩০

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় টেম্বিন আঘাত হানার পর সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ২৩০ ছাড়িয়ে গেছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছে। দেশটিতে তা-ব চালানোর পর টেম্বিন সোমবার ভিয়েতনামের দিকে এগিয়ে যায়, এ দিন রাতে ঘূর্ণিঝড়টি দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানবে বলে ধারণা করা হয়। ভিয়েতনামের কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলীয় উপকূল সংলগ্ন নিচু এলাকাগুলো থেকে লাখ লাখ বাসিন্দাকে সরিয়ে নেয়ার প্রস্তুতি নিয়েছে। প্রতিঘণ্টায় ৮০ কিলোমিটার বাতাসের গতি নিয়ে শুক্রবার রাতে টেম্বিন ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে তা-ব চালানোর পর শনিবার পালাওয়ান দ্বীপে পৌঁছায়; রবিবার ঝড়টি পরে আরও পশ্চিমে ভিয়েতনামের দিকে অগ্রসর হয়। খ্রীস্টান প্রধান ফিলিপিন্সে বড়দিনের ঠিক আগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় টেম্বিন। মিন্দানাওয়ের একাংশে ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে থেকেই ওই এলাকার লানাও দেল নোর্তে ও লানাও দেল সুর প্রদেশে জরুরী অবস্থা জারি করা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের তা-বের পর শুরু হওয়া ভারি বৃষ্টিপাতে অনেক এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয় ও ভূমিধস হয়। -ওয়েবসাইট
×