ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীতে শিশু মৃত্যু

স্বীকারোক্তিমূলক জবানবন্দী ছিনতাইকারীর

প্রকাশিত: ০৪:৪৬, ২৫ ডিসেম্বর ২০১৭

স্বীকারোক্তিমূলক জবানবন্দী ছিনতাইকারীর

স্টাফ রিপোর্টার ॥ পুরানো ঢাকার দয়াগঞ্জে ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে পড়ে শিশু আরাফাতের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে মূল আসামি রাজীব (২০)। রবিবার বিকেল ৩টার দিকে শরাফুজ্জামান আনসারীর আদালতে এই জবানবন্দী দেয় সে। আদালতে যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত জানান, আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দী দিয়েছে। তিনি জানান, একই সঙ্গে ছিনতাইয়ের ঘটনার প্রতক্ষ্যদর্শী হিসেবে আব্দুল মান্নান ছৈয়াল ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে সাক্ষ্য দিয়েছেন। এর আগে এদিন দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা রেদোয়ান খান মামলার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দীর আবেদন করে আদালতে প্রেরণ করেন। আদালত আসামির জবানবন্দী গ্রহণ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে শনিবার রাত দেড়টার দিকে দয়াগঞ্জ থেকে রাজিবকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার ফরিদউদ্দিন আহমেদ জানান, গ্রেফতারকৃত রাজীব মূলত মাদকসেবী। ছিনতাইয়ের সঙ্গে জড়িত। ডিসি জানান, গ্রেফতারকৃত রাজীব প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। উল্লেখ্য, গত সোমবার ভোরে পুরানো ঢাকার দয়াগঞ্জ ঢালে ছিনতাইকারীরা রিক্সায় থাকা আকলিমা নামে এক নারীর ভ্যানিটি ব্যাগ ধরে টান দিয়ে দৌড় দেয়। এ সময় তার কোলে থাকা ছয় মাসের শিশু আরাফাত মাটিতে পড়ে যায়। পরে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিনই যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন শিশু আরাফাতের বাবা শাহ আলম।
×