ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রসিক নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

প্রকাশিত: ০৬:৩৬, ২৩ ডিসেম্বর ২০১৭

রসিক নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২২ ডিসেম্বর ॥ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বেসরকারীভাবে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত ১নং ওয়ার্ড- রফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড-হরাধন রায় হারা, ২নং ওয়ার্ড-আবুল কালাম আজাদ (লাটিম), ৩নং ওয়ার্ড-লিটন হাজী (টিফিন ক্যারিয়ার), ৫নং ওয়ার্ড- মোখলেছুর রহমান তর, ১৫ নং ওয়ার্ড-জাকারিয়া আলম শিবলু (ট্রাক্টর), ২০ নং ওয়ার্ড- তৌহিদুল ইসলাম (লাটিম), ৩৩ নং ওয়ার্ড-সিরাজুল ইসলাম সিরাজ, ৩২ নং ওয়ার্ড-শামিম (লাটিম), ২৪ নং ওয়ার্ড-রফিকুল ইসলাম, ২৮ নং ওয়ার্ড-রহম উল্লাহ বাবলা (টিফিন ক্যারিয়ার), ২৭ নং ওয়ার্ড- হারুন অর রশিদ, ১৬ নং ওয়ার্ড-আমিনুর রহমান (ঘুড়ি), ২৯ নং ওয়ার্ড-মোক্তার হোসেন (করাত), ১৭ নং ওয়ার্ড-গফফার আলী (ঘুড়ি)। জাতীয় পার্টি সমর্থিত কাউন্সিলর- ৬ নং ওয়ার্ড-মনোয়ানুল ইসলাম লেবু (ঘুড়ি), ১৩ নং ওয়ার্ড-ফজলে এলাহি ফুলু, ২১ নং ওয়ার্ড-মাহাবুবার রহামন মঞ্জু (ঘুড়ি), ২৫ নং ওয়ার্ড- মোঃ নুরুনব্বী ফুলু (লাটিম), ৩১ নং ওয়ার্ড শামছুল আলম, (ট্রাক্টর), ৮ নং ওয়ার্ড-মানিক মাস্টার, ২৩ নং ওয়ার্ড- মোঃ সেকেন্দার আলী (ঘুড়ি)। বিএনপি সমর্থিত কাউন্সিলররা- ৩০ নং ওয়ার্ড-মালেক নিয়াজ আরজু, ৭ নং ওয়ার্ড-মাহাফুজার রহমান মাফু ( ঠেলাগাড়ী), ১২ নং ওয়ার্ড-রবিউল ইসলাম রতন, (টিফিন ক্যারিয়ার), ১৪ নং ওয়ার্ড- শফিকুল ইসলাম মিঠু (লাটিম), ১৮ নং ওয়ার্ড-লাইকো (ট্রাক্টর), ৯ নং ওয়ার্ড-নজরুল ইসলাম দেওয়ানী (ঘুড়ি)। স্বতন্ত্র কাউন্সিলররা- ১৯ নং ওয়ার্ড-মাহামুদুর রহমান টিটু (টিফিন ক্যারিয়ার), ২২ নং ওয়ার্ড- মিজানুর রহমান মিজু (মিষ্টি কুমড়া), ১০ নং ওয়ার্ড-নাইছুর রহমান নাজু (টিফিন ক্যারিয়ার), ১১ নং ওয়ার্ড-লুৎফর রহমান (টিফিন ক্যরিয়ার), ২৬ নং ওয়ার্ড- সাইফুল ইসলাম ফুলু। সংরক্ষিত মহিলা কাউন্সিলর- ৭, ৮, ৯ নং ওয়ার্ড -আফরোজা আকতার সুইটি (মোবাইল), ১৮, ২০, ২২ নং ওয়ার্ড- ফেরদৌসী বেগম (জিপ গাড়ি), ২১, ২৬, ২৭ নং ওয়ার্ড মনোয়ারা সুলতানা মলি (জিপ গাড়ি), ২৩, ২৪, ২৫ নং ওয়ার্ড- হাসনা বানু (জিপ গাড়ি), ২৮, ২৯, ৩০ নং ওয়ার্ড- ফরিদা কালাম (চশমা)। রংপুর সিটিতে তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন ভোটার। ভোটাধিকার প্রয়োগ করে দুই লাখ ৯৩ হাজার একজন ভোটার। রংপুর রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার বলেন, এই নির্বাচনে ৭৪ দশমিক ৩৭ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
×