ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হ্যান্ডবলের শিরোপা বিজেএমসির

প্রকাশিত: ০৬:১৬, ২৩ ডিসেম্বর ২০১৭

হ্যান্ডবলের শিরোপা বিজেএমসির

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় মহিলা হ্যান্ডবল মানেই বিজেএমসি-আনসারের আধিপত্য। হবেই বা না কেন? যেখানে আসরটি হয়েছে ২৮ বার, সেখানে দু’দল মিলেই শিরোপা জিতেছে ২৭ বার। শুক্রবার এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ আনসার দলকে ৩২-২১ গোলে হারিয়ে নিজেদের একাদশ শিরোপা জিতে নিল বিজেএমসি। বিজয়ী দল প্রথমার্ধে ১৭-১০ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের ডালিয়া ৯টি ও খালেদা ৬টি এবং বিজিত দলের পক্ষে ইসমত আরা ৮টি গোল করেন। চ্যাম্পিয়ন দলের ডালিয়া আক্তার হন সেরা খেলোয়াড়। এর আগে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ২২-১৩ গোলে পঞ্চগড় জেলা দলকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে। গত বিজয় দিবস হ্যান্ডবলের ফাইনালেও আনসারকে হারিয়েছিল বিজেএমসি। বিজেএমসির গোলরক্ষক শিলা রায় বলেন, ‘আমাদের দলের একাধিক খেলোয়াড় চোটগ্রস্ত ও ক্লান্ত ছিল। তারপরও অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস নিয়ে খেলে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি।’ এদিকে তৃতীয় স্থানের অধিকারী পুলিশের খেলোয়াড় রুবিনা সম্পর্কে মজার তথ্য জানা গেছে। তা হলো তিনি এদিন তার নিজ জেলা দলের বিপক্ষে (পঞ্চগড়) খেলেন। রুবিনা বলেন, ‘পেশাগত কারণেই পুলিশের হয়ে খেলেছি। জিতে যেমন খুশি, তেমনি নিজ দলকে হারিয়ে মর্মাহতও হয়েছি।’ এক্সিম ব্যাংক লিঃ’র পরিচালক নুরুল আমীন ফারুক প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন একেএম মমিনুল হক সাঈদ (কাউন্সিলর, ৯ নং ওয়ার্ড)।
×