ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাভ হাসপাতাল!

প্রকাশিত: ০৪:৩১, ২৩ ডিসেম্বর ২০১৭

লাভ হাসপাতাল!

চীনে পারিবারিক বন্ধন দৃঢ় করতে ও পরকীয়ায় জড়িয়ে পড়াদের ফেরাতে হাসপাতালসহ পরামর্শক প্রতিষ্ঠান খোলা হয়েছে। মিসট্রেস ডিসপেলিং নামে পরিচিত এই সংস্থাগুলো দাম্পত্য জীবনে সমস্যার মুখোমুখি লোকজনকে ৩৩টি পদ্ধতিতে চিকিৎসা দেয়া হয়। এমনই একটি হাসপাতালের নাম হচ্ছে ওয়েকিং লাভ হসপিটাল। এর প্রতিষ্ঠাতা মিং লি ও শু জিন। গত ১৭ বছর ধরে তারা এটি চালাচ্ছেন। -বিবিসি একসঙ্গে দশ হাজার শিল্পী... জার্মান কম্পোজার ও পিয়ানো বাদক বিটোফেনের বিখ্যাত নাইনথ সিম্ফনি হিসেবে পরিচিত ‘ওডি টু জয়’ গানটি জাপানের ওসাকা নগরীতে দশ হাজার লোক এক সঙ্গে গাইবে। ‘নাম্বার নাইন কোরাস’ নামে গানটি গাওয়া হবে। গানটি মূলত বড়দিন উপলক্ষে গাওয়া হয়। ছোট ছোট দলে ভাগ হয়ে মাসব্যাপী মহড়া শেষে সবাই একসঙ্গে গানটি গাইবে। যারা গানটি গাইবেন তাদের অধিকাংশই পেশাদার গানের শিল্পী নয়। বিভিন্ন বয়সী নারী-পুরুষ গানটি গাইবেন। -বিবিসি
×