ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নতুন প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে ॥ নাহিদ

প্রকাশিত: ০৪:২২, ২২ ডিসেম্বর ২০১৭

নতুন প্রজন্মকে দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে হবে ॥ নাহিদ

আধুনিক শিক্ষার পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তিতে দক্ষ, সৎ এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ফার্মগেটে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৫ম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মনোনীত সভাপতি হিসেবে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এ কথা বলেন। শিক্ষামন্ত্রী আরও বলেন, বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে উচ্চশিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে। এই বিশ্ববিদ্যালয়সমূহে সেশনজট নিরসনে এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে অবদান রাখছে। তাই বাংলাদেশে উচ্চশিক্ষার প্রত্যাশিত মান নিশ্চিতকরণে ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে সরকার গুরুত্ব দিয়ে এ সেক্টর তদারকি করে যাচ্ছে। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। তিনি বলেন, ‘শিক্ষা অবশ্যই আমাদের অনেক নতুন তথ্য শিখিয়ে আমাদের সমৃদ্ধ করে। কিন্তু শিক্ষার মূল উদ্দেশ্য শুধু তথ্যের সম্প্রসারণ নয়। মূল লক্ষ্য হলো, শিক্ষার্থীদের মূল্যবোধে উজ্জীবিত করা। তিনি সমাবর্তনে ১১১৬ জন গ্রাজুয়েটের উদ্দেশে বলেন, যারা আজ গ্রাজুয়েট প্রাপ্ত হলেন তাদেরকে অবশ্যই সর্বশ্রেষ্ঠ মানবিক গুণাবলির অধিকারী হতে হবে। কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে, তাকে মানুষের মত মানুষ হতে হবে। সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারী, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কে এম মহসীন, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। -বিজ্ঞপ্তি
×