ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় নতুন করে ভোট হবে

জাতিসংঘে আজ বিশেষ অধিবেশন

প্রকাশিত: ০৫:২০, ২১ ডিসেম্বর ২০১৭

জাতিসংঘে আজ বিশেষ অধিবেশন

১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসংঘ সাধারণ পরিষদে বৃহস্পতিবার এক বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্য। এর আগে এ বিষয়ে নিরাপত্তা পরিষদে মার্কিন সিদ্ধান্তকে প্রত্যাখান করে প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয়। এএফপি ও ওয়েবাইট। আরব ও মুসলিম দেশগুলোর অনুরোধে সাধারণ পরিষদ এই অধিবেশন ডেকেছে। আরব ও ওআইসির দেশগুলোর পক্ষ থেকে তুরস্ক ও ইয়েমেন এই অধিবেশনের অনুরোধ জানায়। এর আগে নিরাপত্তা পরিষদের যে প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দেয় তাতে বলা হয়েছিল জেরুজালেমের মর্যাদা ক্ষুণ্ন করে গৃহীত যে কোন প্রস্তাব আইনগতভাবে অবৈধ এবং তা বাতিল করতে হবে। ৬ ডিসেম্বর ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার পর মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক বিক্ষোভ সমালোচনা হয়। সমালোচনা ঝড় এখন জাতিসংঘের ভেতর বইছে। শনিবার মিসর নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাবের খসড়া জমা দেয়। এতে আলোচনার মাধ্যমে জেরুসালেম ইস্যু সমাধানের কথা বলা হয়েছিল। ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এতে আরও বলা হয় যে কোন সিদ্ধান্ত এই পবিত্র নগরীর মর্যাদা, অখ-তা, চরিত্রগত বৈশিষ্ট্য বদলে দেবে তা অবৈধ বলে গণ্য হবে এবং সেটি প্রত্যাহার করে নিতে হবে। জানা গেছে, মিসরের তৈরি করা আগের প্রস্তাবটির মত সাধারণ পরিষদে যে প্রস্তাব আসছে তাতেও যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ থাকছে না। নিরাপত্তা পরিষদের ১৪টি দেশ একে সমর্থন করলেও যেমনটা আগেই ধারণা হয়েছিল যুক্তরাষ্ট্র এতে ভেটো দেয়। জাতিসংঘে নিযুক্ত নিকি হ্যালি এক যোগে ১৪টি দেশের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দেয়ায় ক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেছেন, এ ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য ‘অপমানজনক’। যারা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন প্রত্যেকটি দেশের নাম ধরে ধরে তিনি ট্রাম্পের কাছে রিপোর্ট করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। হ্যালি এ বিষয়ে জাতিসংঘে একটি চিঠি দিয়েছেন। চিঠির একটি কপি বার্তাসংস্থা রয়টার্স দেখতে পেয়েছে। তাতে তিনি লিখেছেন, যেসব দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র তাদের নাম মনে রাখবে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ভূমিকাকেও খাটো করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন। জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, নিরাপত্তা পরিষদে মার্কিন ভেটোর জন্য প্রস্তাবটি প্রত্যাখাত হওয়ার পর তিনি আশা করছেন সাধারণ পরিষদে এ নিয়ে নতুন করে ভোটাভুটি হবে। তিনি এ ব্যাপারেও আশাবাদী যে, নিরাপত্তা পরিষদে যেমন প্রস্তাবের পক্ষে অভূতপূর্ব সাড়া মিলেছে সাধারণ পরিষদেও অনুরূপ সাড়া পাওয়া যাবে। যদিও প্রস্তাবটি আইনগতভাবে বাধ্যতামূলক নয় তবুও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। মনসুর বলেন, তিনি আশা করেন সাধারণ পরিষদের সদস্যরা নির্ভয়ে ভোট দেবেন। সাধারণ পরিষদে কোন দেশের ভেটো ক্ষমতা নেই। ১৯৫০ নম্বর প্রস্তাবের অধীনে সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে। সংস্থার ইতিহাসে মাত্র ১০ বার এ ধরনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। সর্বশেষ ২০০৯ সালে এ ধরনের বিশেষ অধিবেশন বসেছিল। ওই অধিবেশনেরও আলোচ্য বিষয় ছিল পূর্ব জেরুজালেম ও অধিকৃত ফিলিস্তিনী ভূখ-। জেরুজালেমকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে ট্রাম্প যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রীতি থেকে সরে গেছেন। এর মধ্য দিয়ে তিনি ফিলিস্তিনী ও আরবদের ক্ষুব্ধ করার পাশাপাশি পশ্চিমা মিত্রদেরও বিরাগভাজন হয়েছেন। এদিকে ইসরাইল দাবি করে এসেছে জেরুজালেম সব সময়ই তাদের রাজধানী ছিল এবং এর বিভাজন তারা মেনে নেবে না।
×