ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অপহৃত শিশু উদ্ধার ॥ গ্রেফতার ১

প্রকাশিত: ০৬:২৯, ২০ ডিসেম্বর ২০১৭

অপহৃত শিশু উদ্ধার ॥ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈর হতে মুক্তিপণের দাবিতে অপরহণের ১৮ ঘণ্টা পর মঙ্গলবার বিকেলে মীম আক্তার নামের ৬ বছরের এক শিশুকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম ইসমাইল হোসেন (৩২)। সে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খামারগ্রাম এলাকার ময়দান হোসেনের ছেলে। কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার পাশাগেট এলাকার আব্বাস মল্লিকের বাসায় ভাড়ায় থাকে ইসমাইল। একই বাসায় ভাড়া থেকে শিশুর বাবা শাহিন সিকদার এলাকায় রিক্সা চালায় এবং মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে। সোমবার দুপুরে বাসায় একা পেয়ে শাহিন সিকদারের শিশু কন্যা মীম আক্তারকে (৬) কৌশলে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী ইসমাইল ও তার সহযোগীরা। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে মীমের পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় অপহৃত শিশুর বাবা বাদী হয়ে বিকেলে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মঙ্গলবার দুপুরে ঢাকা জেলার সাভারের রেডিও কলোনি এলাকা থেকে অপহরণকারী ইসমাইলকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপহরণের প্রায় ১৮ ঘণ্টা পর বিকেলে ওই কলোনি এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার করে পুলিশ।
×