ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনা মুক্ত দিবস উদ্যাপন

প্রকাশিত: ০৬:১২, ১৮ ডিসেম্বর ২০১৭

খুলনা মুক্ত দিবস উদ্যাপন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় প্রতিষ্ঠিত দেশের প্রথম ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের উদ্যোগে রবিবার বিকেলে নগরীর ২৬, সাউথ সেন্ট্রাল রোডের কার্যালয় প্রাঙ্গণে মহান বিজয় দিবস এবং খুলনা মুক্ত দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয় মুক্তিযোদ্ধা- নাগরিক সমাবেশ এবং চলচ্চিত্র প্রদর্শনী। ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সম্পাদক ডাঃ শেখ বাহারুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর খুলনা অঞ্চলের মুজিব বাহিনীর ডেপুটি কমান্ডার ইউনুস আলী ইনু ও অধ্যাপক অসীতবরণ ঘোষ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। আলোচকবৃন্দ মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ করেন এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। টঙ্গীবাড়িতে শীতবস্ত্র বিতরণ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়িতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। রবিবার উপজেলার দিঘিরপাড় ও হাসাইল-বানারী ইউনিয়নে ৮ শতাধিক দরিদ্রকে এই কম্বল বিতরণ করা হয়। ব্যক্তিগত অর্থায়নে দিঘিরপাড়ে ৩শ’ ও হাসাইল-বানারীর ৫শ’ পদ্মাতীরের এবং চরের পরিবারের মধ্যে এগুলো বিতরণ করা হয়। এ দুটি ইউনিয়নের আওয়ামী লীগের কার্যালয় থেকে এগুলো বিতরণ করা হয়। এই সময় টঙ্গীবাড়ি উপজেলা চেয়ারমান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালাদার ভূতু, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, রাজনীতিক কবির হালদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
×