ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হজযাত্রীরা সরাসরি এজেন্সির মাধ্যমে হজের টাকা শোধ করতে পারবেন

প্রকাশিত: ০৫:১৩, ১৮ ডিসেম্বর ২০১৭

হজযাত্রীরা সরাসরি এজেন্সির মাধ্যমে হজের টাকা শোধ করতে পারবেন

আজাদ সুলায়মান ॥ আগামী হজের আগেই উঠিয়ে দেয়া হচ্ছে গ্রুপ লিডার পদ্ধতি। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এবং প্রতারণা থেকে হজযাত্রীদের মুক্তি দেয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে হাব। এ সিদ্ধান্তের ফলে মাঠপর্যায়ের মধ্যস্বত্বভোগী বা ফড়িয়া দালালদের সহযোগিতা ছাড়াই একজন হজযাত্রী সরাসরি এজেন্সির মাধ্যমে নির্ধারিত অংকের টাকা পরিশোধ করার সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরেই গ্রুপ লিডার পদ্ধতি বাতিলের জন্য চাপের মুখে ছিল হাব। সংগঠনটির মহাসচিব শাহাদত হোসাইন তসলিম জনকণ্ঠকে জানিয়েছেন, নতুন বছর থেকেই আর থাকছে না গ্রুপ লিডারদের দৌরাত্ম্য। এদের কাছেই গোটা হজ ব্যবস্থাপনা জিম্মি থাকে। এ সম্পর্কে একমত প্রকাশ করে ধর্ম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি বজলুল হক হারুন জনকণ্ঠকে বলেছেন, এটা আরও আগেই বাতিল করা উচিত ছিল। বিলম্বে হলেও এ সিদ্ধান্ত যুগান্তকারী। এখন হাব কিভাবে সেটা বাস্তবায়ন করে সেটাই দেখার বিষয়। জানা যায়, তিন দিনব্যাপী হাব সারাদেশের সব সদস্য এজেন্সিকে নিয়ে এ সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে। এতে চলতি বছরের ভুলত্রুটি সুুবিধা অসুবিধা সম্পর্কে তাদের মতামত জানতে চাওয়া হয়। তখন তাদের সবার মুখেই গ্রুপ লিডার বাতিল করার জোরালো দাবি ওঠে। প্রতিদিন ৩শ’ সদস্য তাদের নিজস্ব মতামত তুলে ধরেন। এভাবে ৩ দিনে ৯ শতাধিক এজেন্সির মালিক এতে গ্রুপ লিডাররা কিভাবে যুগের পর যুগ ধরে হজ ব্যবস্থাপনাকে জিম্মি করে রেখেছে তার বিশদ বর্ণনা দেন। এদিকে হাবের মতবিনিময় সভার শেষদিন রবিবার মেয়র হজ কাফেলার স্বত্বাধিকারী চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহীউদ্দিন চৌধুরী ও যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী স¤্রাটের পিতা ফয়েজ আহমেদ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
×