ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের ক্ষুদ্রতম মোনালিসা

প্রকাশিত: ০৫:৩৬, ১৭ ডিসেম্বর ২০১৭

বিশ্বের ক্ষুদ্রতম মোনালিসা

বিশ্বের সব থেকে ছোট মোনালিসার ছবি তৈরি করলেন গবেষকরা। ডিএনএ তন্তুকে ভাঁজ করে তৈরি করা হয়েছে ছবিটি, যা দেখতে চোখ রাখতে হবে উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোস্কোপে। ২০০৬ সালে ডিএনএ অরিগামি নামে এই পদ্ধতির আবিষ্কার করেছিলেন পউল রোথেমুন্ড নামে এক গবেষক। এই প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট আকৃতিতে ভাঁজ করা যায় ডিএনএকে। এবার সেই পদ্ধতি ব্যবহার করে বিখ্যাত মোনালিসা ছবিটি এঁকেছেন গবেষকরা। বিজ্ঞানীদের দাবি, ডিএনএ’র এই গঠন প্রথম ডিএনএ অরিগামির গঠনের অন্তত ৬৪ গুণ। তবে তাতেও এই ছবি দেখতে লাগবে এ্যাটোমিক ফোর্স মাইক্রোস্কোপ। মোনালিসা একটি বিশ্বখ্যাত চিত্রকর্ম। ইতালির শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি ১৬ শতকে এই ছবিটি অঙ্কন করেন। ধারণা করা হয়, বিখ্যাত এই ছবিটি মোনালিসার দ্বিতীয় পুত্র সন্তান জন্মগ্রহণ স্মরণে অঙ্কিত হয়। অনেক শিল্প গবেষক রহস্যময় হাসির এই নারীকে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর স্ত্রী লিসা গেরাদিনি বলে শনাক্ত করেছেন। শিল্পকর্মটি ফ্রান্সের ল্যুভ জাদুঘরে সংরক্ষিত আছে। চিত্রকলার ইতিহাসে এই চিত্রকর্মটির মতো আর কোনটি এত আলোচিত ও বিখ্যাত হয়নি। এর একমাত্র কারণ মোনালিসার সেই কৌতূহলোদ্দীপক হাসি, যা পরবর্তীতে বহু প্রশ্নের জন্ম দিয়েছে। সূত্র : জিনিউজ
×