ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বীরপ্রতীক দুদু মিঞার পরিবার পেল ৫০ হাজার টাকার চেক

প্রকাশিত: ০৪:২৯, ১৭ ডিসেম্বর ২০১৭

বীরপ্রতীক দুদু মিঞার পরিবার পেল ৫০ হাজার টাকার চেক

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৬ ডিসেম্বর ॥ স্বাধীনতার ৪৬ বছর পর বীরপ্রতীক দুদু মিঞার পরিবার প্রথমবারের মতো পেয়েছেন ৫০ হাজার টাকার একটি চেক। চট্টগ্রামের পটিয়ার সরকার দলীয় সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ১৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এ চেক হস্তান্তর করেছেন। এ সময় উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মিল্টন রায়, পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ প্রমুখ। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে বীরপ্রতীক দুদু মিঞার পরিবারকে ৫০ হাজার টাকার এ চেক প্রদান করা হয়। চেক গ্রহণ করেন দুদু মিঞার ছোট ছেলে নুরুল আলম। দৈনিক জনকণ্ঠে ১৬ ডিসেম্বর প্রথম পাতায় বীরপ্রতীক দুদু মিঞার ছবিসহ একটি প্রতিবেদক প্রকাশিত হয়।
×