ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারীরা ঝুঁকিতে

ব্র্যাক ব্যাংকের শেয়ার তিন গুণ বেশি মূল্যে ক্রয়-বিক্রয়

প্রকাশিত: ০৩:২০, ১৭ ডিসেম্বর ২০১৭

ব্র্যাক ব্যাংকের শেয়ার তিন গুণ বেশি মূল্যে ক্রয়-বিক্রয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংকের শেয়ার দর শেয়ার প্রতি সম্পদ মূল্যের (এনএভিপিএস) চেয়ে সাড়ে তিন গুণ বেশিতে ক্রয়-বিক্রয় হচ্ছে। একইসঙ্গে গত তিন মাসে এ ব্যাংকের শেয়ার দর বেড়েছে ২৪.৭০ টাকা বা ২২.৭৬ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানির শেয়ার দর দাঁড়িয়েছে ১০৬.১০ টাকায়। এ হিসাবে এনএভিপিএসের ৩.৬৬ গুণ বেশি দরে এ কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয় করা হচ্ছে। ফলে কোম্পানির শেয়ারে বিনিয়োগ ঝুঁকির মাত্রা বাড়ছে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। ডিএসই সূত্রে জানা যায়, কোম্পানির সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ২০১৭) শেয়ার প্রতি সম্পদ দাঁড়িয়েছে ২৯.৬৪ টাকা। ওই প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৭৬ টাকা। আর তিন প্রান্তিকে অর্থাৎ চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ইপিএস হয়েছে ৪.৪২ টাকা। ইতোমধ্যে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১০৬.১০ টাকা। তিন মাস আগে ২০ সেপ্টেম্বর শেয়ার দর ছিল ৮৩.৮০ টাকা। আর ৬ মাস আগে ১৪ জুন শেয়ার দর ছিল ৭৫.৭০ টাকা। সেই হিসাবে তিন মাসের মধ্যে দর বেড়েছে ২৪.৭০ টাকা বা ২২.৭৬ শতাংশ। অপরদিক ছয় মাসে বেড়েছে ৩২.৮০ টাকা বা ৩২.২৩ শতাংশ। আবার ব্র্যাক ব্যাংকের মোট শেয়ার সংখ্যা ৮৫ কোটি ৫২ লাখ ৯ হাজার ৬৯৪টি। সেই হিসাবে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির মোট শেয়ারের বাজার মূল্যে হয়েছে ৯ হাজার ২৭৯ কোটি ২ লাখ ৫১ হাজার ৭৯৯ টাকা। তিন মাস আগে মোট শেয়ারের বাজার মূল্যে ছিল ৭ হাজার ১৬৬ কোটি ৬৫ লাখ ৭২ হাজার ৩৫৭ টাকা। এ তিন মাসের ব্যবধানে কোম্পানিটির মোট শেয়ারের বাজার মূল্যে বেড়েছে ২ হাজার ১১২ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৪৪২ টাকা। আর ছয় মাসে বেড়েছে ২ হাজার ৮০৫ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৯৬৩ টাকা। বেশি দরে শেয়ার ক্রয়-বিক্রয় প্রসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালক শকিল রিজভী বলেন, বর্তমান শেয়ারবাজার ইতিবাচক মনোভাবে এগোচ্ছে। এ সময়ে বিনিয়োগকারীদের ঝুঁকিতে বিনিয়োগ না করাই উচিত। তিনি বলেন, শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিমুক্ত নয় বা অতিরিক্ত দরে শেয়ার ক্রয়-বিক্রয়ে ঝুঁকির মাত্রা বহুগুণ বেড়ে যায়। বাজারে অনেক কোম্পানির শেয়ার দর সম্পদ মূল্যের নিচে অবস্থান করছে জানিয়ে শাকিল রিজভী সেসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ করার আহ্বান জানান। একই সঙ্গে সম্পদমূল্যের অধিক দরে শেয়ার ক্রয়-বিক্রয়কে তিনি নিরুৎসাহিত করেন। কারণ সম্পদমূল্যের অধিক মূল্যে শেয়ার ক্রয়-বিক্রয় ঝুঁকির মাত্রা বাড়াবেই বলে মনে করেন তিনি। শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ১১.৭৬ পয়েন্ট। আবার শেয়ারবাজারে কোন কোম্পানির ১৫ পয়েন্ট ছাড়ালেই তা বিনিয়োগের জন্য ঝুঁকিপূর্ণ। সেই হিসাবে ব্র্যাক ব্যাংকের চলতি বছরের ১২ ডিসেম্বর পিই দাড়িয়েছে ১৮.৪১ পয়েন্ট। মানে পিই হিসাবে বিনিয়োগ ঝুঁকিতে রয়েছে বলে জানান তারা। কোম্পানির এক উর্ধতন কর্মকর্তা বলেন, বিনিয়োগকারীরা কেন উচ্চমূল্যে শেয়ার ক্রয়-বিক্রয় করছে সেটা কেবল বিনিয়োগকারীরাই জানেন। শেয়ার দর বাড়ার কারণ আমি বলতে পারব না। তবে দর বাড়ার পেছনে কোম্পানির কেউ জড়িত নয়। উল্লেখ্য, ২০০৭ সালে শেয়ারবাজারে আসা ব্র্যাক ব্যাংকের অনুমোদিত মূলধন ১২শ’ কোটি ও পরিশোধিত মূলধন ৮৫৫ কোটি ২১ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৪৪.৪৪ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ৮.৯৫ শতাংশ, বিদেশী বিনিয়োগ ৪০.১৫ শতাংশ ও বাকি ৬.৪৬ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
×