ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৪:৫৯, ১৬ ডিসেম্বর ২০১৭

টু ক রো  খ ব র

পঞ্চগড়ে বিজয় সাইকেল র‌্যালি স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ মহান বিজয় দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি করেছে পঞ্চগড় সাইক্লিলিং রাইডার্স (পিসিআর) নামে একটি সামাজিক সংগঠন। ‘সড়ক দুর্ঘটনা রোধ করি, মাদকমুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগান নিয়ে শুক্রবার সকালে স্থানীয় সরকারী অডিটোরিয়ামে র‌্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ ম-ল। তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীনের পৃষ্ঠপোষকতা এবং রেড ক্যাফের সহযোগিতায় অনুষ্ঠিত বিজয় সাইকেল র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেষ্ঠ্য সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল আলম ও বিজনেস মিডিয়ার স্বত্বাধিকারী কুদরত ই খোদা মুন। পিসিআর এর সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে কলেজ চত্বরে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান। র‌্যালিতে বিভিন্ন স্কুল কলেজের ২০০ শিক্ষার্থী নিজ নিজ সাইকেল নিয়ে উপস্থিত ছিলেন। ছাদ ধসে চার শ্রমিক আহত স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ লেডিস ক্লাবের পরিত্যক্ত ভবন ভাঙ্গতে যেয়ে ছাদ ধসে পড়ে চার শ্রমিক মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের জেলখানা গেট সংলগ্ন লেডিস ক্লাবে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, সাতক্ষীরা পৌরসভার বাকাল দৌলতপুরের আক্তার হোসেন, সাতক্ষীরা নিউমার্কেট এলাকার ইসমাইল হোসেন, কামালনগর গ্রামের ফারুক হোসেন ও ইটাগাছার ইমরান হোসেন। জানা যায়, সাতক্ষীরা লেডিস ক্লাবের পরিত্যক্ত ভবন ভাঙ্গার টেন্ডার পায় ঠিকাদার নারায়ন শিকদার। তিনি শ্রমিক নিয়ে আজ ওই ভবন ভাঙ্গা শুরু করেন। এক পর্যায়ে ভবনের দেয়াল ভাঙ্গা শুরু করলে হঠাৎ ছাদ ধসে পড়ে চার শ্রমিক আহত হন। ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৫ ডিসেম্বর ॥ শুক্রবার ভোর ৫টার দিকে রাণীনগরে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণের সময় ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে জিকরুল ইসলাম রতন (৩৪) নামে এক যাত্রী নিহত হয়েছে। ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৩ যাত্রী। তাদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ঢাকা থেকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন দিনাজপুর যাচ্ছিল। পথে নওগাঁ জেলার রাণীনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় স্টেশনের ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে ছাদে থাকা ওই যাত্রী পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। জামায়াত নেতা আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও নাশকতা মামলার আসামি জামায়াত নেতা মাওলানা আব্দুল বারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারি গ্রাম থেকে তাকে আটক করা হয়। মাওলানা আব্দুল বারী ওয়ারি গ্রামের মৃত হোসেন আলি সরদারের ছেলে।পুলিশ জানান, তার বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা রয়েছে। উল্লেখ্য, মাওলানা আব্দুল বারী যুদ্ধাপরাধী মামলার আটক জামায়াত নেতা আব্দুল খালেক মন্ডলের জামাতা।
×