ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি১০ ক্রিকেট লীগ ॥ কেরালা কিংসে সাকিব, পাখতুনসে তামিম খেলবেন

মুস্তাফিজ খেলতে পারছেন না

প্রকাশিত: ০৪:৪২, ১৫ ডিসেম্বর ২০১৭

মুস্তাফিজ খেলতে পারছেন না

স্পোর্টস রিপোর্টার ॥ টি১০ ক্রিকেট লীগে বাংলাদেশ থেকে তিন ক্রিকেটারের খেলার কথা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ‘ছাড়পত্র’ না পাওয়ায় ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান এ লীগে খেলতে পারবেন না। তবে অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওপেনার তামিম ইকবাল ঠিকই খেলতে পারবেন। এ লীগ হবে ১০ ওভারের। সংযুক্ত আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে হবে লীগের সব খেলা। রবিবারই লীগ শেষ হবে। বৃহস্পতিবার শুরু হয়ে চারদিনের এ লীগটি আয়োজন করছে পাকিস্তান। লীগটি খেলতে সাকিব এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন। বিপিএলের পঞ্চম আসর মঙ্গলবার শেষ হয়েছে। পরের দিনই বুধবার লীগে খেলতে চলে গেছেন সাকিব। বৃহস্পতিবার সন্ধ্যায় তামিমের সংযুক্ত আরব আমিরাতের বিমানে চড়ার কথা। আজই তার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। কিন্তু দুর্ভাগ্য মুস্তাফিজের এ লীগে খেলা হচ্ছে না। লীগে সাকিব খেলবেন কেরালা কিংসে। বৃহস্পতিবারই তার দলের খেলা রয়েছে। বেঙ্গল টাইগার্সের বিপক্ষে লীগের প্রথম ম্যাচটিই খেলবে সাকিবের দল। বেঙ্গল টাইগার্সে ছিলেন মুস্তাফিজ। কিন্তু ক্রিকেটের নতুন এ সংস্করণের প্রথম আসরে খেলা হচ্ছে না মুস্তাফিজের। মুস্তাফিজের চোট শঙ্কায় বিসিবি অনুমতি দেয়নি। দুই বছরের ক্যারিয়ারেই যে একাধিকবার মুস্তাফিজ ইনজুরিতে পড়ে গেছেন। এমনকি বিপিএল শুরুর আগেও ছিলেন ইনজুরিতে। এই ইনজুরির জন্য দক্ষিণ আফ্রিকা সফরেও সবকটি ম্যাচ খেলতে পারেননি। টেস্ট সিরিজ শেষে আর খেলা হয়নি মুস্তাফিজের। বিপিএলেও শুরু থেকে খেলতে পারেননি। যাও খেলেছেন ৫টি ম্যাচ। বল হাতে নেই ঝলক। দুটি ম্যাচে ২ উইকেট করে নিতে পেরেছেন। বাকি ম্যাচগুলোতে উইকেটশূন্যই থেকেছেন। ২০১৬ সালে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে দুর্দান্ত খেলা মুস্তাফিজ ইংল্যান্ডে ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টে সাসেক্সের হয়ে খেলতে গিয়ে কাঁধের চোটে পড়েছিলেন। অস্ত্রোপচার শেষে মাঠে ফিরেছিলেন বছর শেষে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে। গত সেপ্টেম্বর-অক্টোবরের দক্ষিণ আফ্রিকা সফরে আবারও চোটে পড়েন মুস্তাফিজ। এবার গোড়ালির চোটে মিস করেন ওয়ানডে সিরিজ। বিপিএলেও প্রথম দুই লেগ খেলতে পারেননি রাজশাহী কিংসের হয়ে। ইনজুরি থেকে পুরো মুক্ত নন মুস্তাফিজ। আর তাই মুস্তাফিজকে ছাড়পত্র দেয়নি বিসিবি। তামিমও হয়তো খেলতে যেতে পারতেন না। তিনি পাখতুনসের হয়ে খেলবেন। এরই মধ্যে তামিমের দুবাইয়ে থাকার কথা ছিল। দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু তামিম বৃহস্পতিবার সন্ধ্যায় দেশ ছেড়েছেন। বিপিএলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে যে ‘নেতিবাচক’ বক্তব্য দিয়েছেন, উইকেটকে ‘হরিবল’ ও ‘জঘন্য’ বলেছেন, এই মন্তব্যের জন্য তামিমকে বিসিবির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। বৃহস্পতিবার দুপুরেই ছিল সেই শুনানি। সেখানে তামিম ভুল স্বীকার করে নিয়েছেন। অনুতপ্ত হয়েছেন। জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেট হওয়াতেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিমকে এ শুনানির মুখে পড়তে হয়েছে। শুনানি শেষে সন্ধ্যায় রওনা হয়েছেন তামিম। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে তাকে নিয়ে বসে কর্মকর্তারা। লীগপর্বে রংপুর রাইডার্সের বিপক্ষে এক ম্যাচের পর সংবাদ সম্মেলনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেটকে ‘জঘন্য’ বলেন তামিম। এর পরপরই তাকে নোটিস পাঠানো হয়। আগেই শুনানির তারিখ নির্ধারিত হলেও তা পরিবর্তিত হয়ে আনা হয় ১৪ ডিসেম্বর। শুনানিতে তামিমের মন্তব্য নিয়ে প্রশ্ন তোলা হয়। উত্তরে নিজেকে অনুপ্তত বলে স্বীকার করেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম। এই শুনানির জন্যই তামিমের টি১০ লীগ খেলতে যাওয়া দেরি হয়। এজন্য তামিম বৃহস্পতিবার যে পাখতুনের সঙ্গে মারাঠা এ্যারাবিয়ান্সের ম্যাচ ছিল, সেটি স্বাভাবিকভাবেই খেলতে পারবেন না। পরের ম্যাচ থেকে ঠিকই খেলবেন। ফুটবল হয় ৯০ মিনিটে। ক্রিকেটেও ৯০ মিনিটের সংস্করণ আনা হয়। এ লীগে ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। সাকিবের কেরালা কিংসের গ্রুপে আছে বেঙ্গল টাইগার্স ও পাঞ্জাবী লিজেন্ডস এবং তামিমের পাখতুনসের গ্রুপে আছে মারাঠা এ্যারাবিয়ান্স ও টিম শ্রীলঙ্কা। গ্রুপপর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। প্রতিটি দল পরস্পরের বিপক্ষে একবার করে লড়াই করবে। দুইদিনেই গ্রুপপর্বের লড়াই শেষ হয়ে যাবে। এরপর হবে প্লে-অফ। তারপর ১৭ ডিসেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে লীগ শেষ হবে। এ লীগে সাকিব, তামিম খেললেও ‘ছাড়পত্র’ না পাওয়ায় মুস্তাফিজ খেলতে পারছেন না।
×