ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১৪ জনকে সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৪:২৭, ১৫ ডিসেম্বর ২০১৭

বরিশালে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১৪ জনকে সম্মাননা প্রদান

বিভাগের ১৪ জন সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের সংগঠন বরিশাল বিভাগের আটটি চেম্বারকে অংশীদারিত্ব ও কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়। নগরীর হোটেল গ্রান্ড পার্কের সাউথগেট হলরুমে ১৩ ডিসেম্বর স্মারক প্রদান অনুষ্ঠানে খুলনার কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কে.এম অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, খুলনার কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেটের কমিশনার ড. আব্দুল মান্নান শিকদার, বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান, বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার কামরুল আমিন, জেলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ সাইদুর রহমান রিন্টু। -স্টাফ রিপোর্টার, বরিশাল স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ এ বছর ন্যাশনাল আইসিটি এ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। স্বাস্থ্য সেবায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন
×