ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ পানি ও পরিচ্ছন্নতা শিশু ও মাতৃমৃত্যু কমাতে পারে

প্রকাশিত: ০৮:২৫, ১৪ ডিসেম্বর ২০১৭

স্বাস্থ্যকেন্দ্রে নিরাপদ পানি ও পরিচ্ছন্নতা শিশু ও মাতৃমৃত্যু কমাতে পারে

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিরাপদ পানি, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও পরিচ্ছন্নতা (ওয়াশ) কার্যক্রম শিশু ও মাতৃমৃত্যু হারের ঝুঁকি ২৫ শতাংশ পর্যন্ত কমাতে পারে। শিশু ও মাতৃমৃত্যু হার কমানোর ক্ষেত্রে সহরাব্দ উন্নয়ন (এসডিজি) লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্যসেবা কেন্দ্রে ওয়াশ চর্চা প্রাতিষ্ঠানিক রূপ দিতে সুনির্দিষ্ট কর্মকৌশলের কোন বিকল্প নেই। বুধবার ঢাকায় আয়োজিত ‘স্বাস্থ্যখাতে ওয়াশ কর্মসূচী: যৌথ পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। বিশ^ব্যাংক, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), তেরে দাস হোমস ফাউন্ডেশন, প্ল্যান ইন্টারন্যাশনাল, কেয়ার বাংলাদেশ এবং ওয়াটারএইডের সহযোগিতায় স্বাস্থ্য অধিদফতর এ কর্মশালার আয়োজন করে। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন আখতার, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক ড. কাজী মোস্তফা সারওয়ার, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ রাশিদুল হক, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এ্যাডওয়ার্ড বিগবেডার এবং টিডিএইচ’র বাংলাদেশ প্রতিনিধি কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরের উচ্চপদস্থ কর্মকর্তা, দাতা সংস্থা, এনজিও এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।
×