ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ১১

প্রকাশিত: ০৪:২৪, ১১ ডিসেম্বর ২০১৭

সড়ক দুর্ঘটনায় নিহত ১১

জনকণ্ঠ ডেস্ক ॥ রবিবার সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে ৪, মাগুরায় ২, সিরাজগঞ্জে ২, দিনাজপুরে ২ ও মাদারীপুরে একজন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ টাঙ্গাইল ॥ কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। রোববার সকালে উপজেলার সরাতৈল ও যোগারচর নামক স্থানে এই দুর্ঘটনা দুটি ঘটে। জানা গেছে, সকাল ৭টা ৫০ মিনিটে রংপুর থেকে ঢাকাগামী মীম পরিবহনের একটি বাস ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার সরাতৈল নামক স্থানে এসে পৌঁছায়। এ সময় নারায়ণগঞ্জ থেকে উত্তরবঙ্গগামী চিনামাটি বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক নারীসহ ৩ জন নিহত হয়। আহত হয় ১২ জন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।এর আগে ভোরে একই মহাসড়কের কালিহাতী উপজেলার যোগারচর নামক স্থানে রাস্তা পার হবার সময় গাড়িচাপায় মানসিক ভারসাম্যহীন এক যুবক নিহত হয়। মাগুরা ॥ রবিবার ভোরে কাটাখালী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মানিকগঞ্জের রাউতড়া গ্রামের ফেলু খানের ছেলে আব্দুস সালাম (৬২) ও একই গ্রামের আখতার হোসেনের ছেলে আমিরুল (৩২) নামে দুই গরু ব্যাপারী নিহত হয়েছে। যশোর থেকে ঢাকাগামী একটি গরুর ট্রাক বৃষ্টির মধ্যে কাটাখালী নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ॥ রবিবার বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কামারখন্দ থানার ঝাঐলে ওভারব্রিজের কাছে বাসচাপায় মহিরাসহ দু’ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, তিন আরোহী নিয়ে মোটরসাইকেলটি কড্ডা থেকে হাটিকুমরুল গোল চত্বরের দিকে যাচ্ছিল। তারা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজের কাছে পৌঁছলে একই দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এক নারী ও এক পুরুষ মারা যান। অপর পুরুষ গুরুতর আহত হন। দিনাজপুর ॥ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৫টায় বীরগঞ্জ উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের পাঁচপীর নামকস্থানে নছিমনের সাঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক কাশেম ও আরোহী রানা ইসলাম ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহত কাশেম বীরগঞ্জ উপজেলার চাকাই গ্রামের জামাল উদ্দীনের ছেলে ও রানা একই গ্রামের একরামুলের ছেলে। মাদারীপুর ॥ গাড়ির ধাক্কায় আনোয়ার জঙ্গি (৩২) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। রবিবার দুপুরে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একই উপজেলার কুতুবপুর ইউনিয়নের তোতা মিয়া জঙ্গির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কুতুবপুর ইউনিয়ন থেকে ভ্যানে থাকা এক যাত্রী আনোয়ার পাঁচ্চর বাসস্ট্যান্ডের দিকে আসছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা পদ্মা সেতুর সংযোগ সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের সাথে ভ্যানের ধাক্কা লাগে। এতে আনোয়ার জঙ্গি আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় আনোয়ারকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×