ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিয়ার যখন জ্বালানি

প্রকাশিত: ০৪:৫৯, ৯ ডিসেম্বর ২০১৭

বিয়ার যখন জ্বালানি

পেট্রোলের দাম নিয়ে আর চিন্তা করতে হবে না। এক বোতল বিয়ার কিনে গাড়িতে ঢেলে ফেলুন, দেখবেন তরতরিয়ে চলবে গাড়ি। এমনই আশ্চর্য কথা জানিয়েছেন ব্রিটেনের একদল গবেষক। তাদের দাবি, পেট্রোল গাড়িতে ঢাললে তা থেকে যেভাবে ইথানল তৈরি হয় আর সেই শক্তিতে ভর করেই গাড়ি চলে ঠিক সেভাবেই বিয়ার থেকেও একই বিটানল তৈরি হয়। যেটি ইথানলের মতোই কাজ করে। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, মদ বা এ্যালকোহলে সাধারণত ইথানল থাকে। সে কারণেই এ্যালকোহল থেকেও সহজেই বিটানল তৈরি করা সম্ভব। তবে পেট্রোলের বিকল্প হিসেবে ব্যবহার করতে গেলে এ্যালকোহল বা বিয়ারে অনুঘটক ব্যবহার করতে হবে। তাহলেই বেরিয়ে আসবে বিটানল। আর সেটিই হবে গাড়ির চালিকাশক্তি। যেখানে পেট্রোল তৈরি হয় সেখান থেকেই পাওয়া যায় অনুঘটক। তার জন্য বাড়তি খরচের প্রয়োজন নেই। একাধিক পেট্রোকেমিক্যাল কারখানাতেই সহজলভ্য সে সব অনুঘটক। গবেষকদের দাবি যদি সত্যি হয় তাহলে তো আর চিন্তা নেই। প্রতিদিন পেট্রোলের দাম নিয়ে মাথাব্যথা করতে হবে না। আবার মাঝ রাস্তায় গাড়ির তেল ফুরিয়ে গেলেও চিন্তা নেই। এক বোতল বিয়ার গাড়িতে রাখলেই হঠাৎ প্রয়োজনে কাজে লাগতে পারে। Ñওয়েবসাইট অবলম্বনে।
×