ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নেপালে পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ

প্রকাশিত: ০৬:১১, ৮ ডিসেম্বর ২০১৭

নেপালে পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটগ্রহণ

শতাব্দী প্রাচীন রাজতন্ত্রের বিলুপ্তি ও মাওবাদী গেরিলাদের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর গণতন্ত্রে উত্তরণের দশককাল চেষ্টার সমাপ্তি টানতে সংসদ নির্বাচনে ভোট দিচ্ছে নেপালের জনগণ। বৃহস্পতিবার সকালে দেশটিতে সংসদ নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়। বিবিসি। ২৬ নবেম্বর এ নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ করা হয়েছিল । দুই দফার ভোট গণনা শেষে নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করার কথা রয়েছে। তবে ভোট গণনার জটিল পদ্ধতির জন্য ফল ঘোষণায় ১০ দিনের মতো লেগে যেতে পারে বলে দেশটির নির্বাচন কমিশনের কর্মকর্তারা আশঙ্কা করছেন। এবারের নির্বাচনে মোট দেড় কোটি ভোটার সংসদের ২৭৫ জন সদস্যকে নির্বাচিত করবেন। এর মধ্যে ১৬৫ জন সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হবেন, বাকি সাংসদরা নির্বাচিত হবেন সংখ্যানুপাতিক ভোটে। ২০১৫ সালে প্রণীত গণতান্ত্রিক সংবিধান অনুযায়ী হওয়া এ ভোটে প্রথমবারের মতো নেপালীরা তাদের দেশের সাতটি প্রদেশের প্রতিনিধিও নির্বাচিত করবেন। নির্বাচনের পর দেশ স্থিতিশীলতা অর্জনে সক্ষম হবে, এবং সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাবে। এক বিবৃতিতে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। গত কয়েক বছরে অন্তত ১০ বার দেশটির সরকার পরিবর্তন হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশটিতে দুর্নীতির পরিমাণও বেড়ে গেছে, আর ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর থেকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির মাত্রা নিম্নমুখী হয়ে আছে।
×