ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেতনায় মুক্তিযুদ্ধ ও কনসার্ট ফর বাংলাদেশ

প্রকাশিত: ০৬:৩৮, ৭ ডিসেম্বর ২০১৭

চেতনায় মুক্তিযুদ্ধ ও কনসার্ট ফর বাংলাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে গত ৪ ডিসেম্বর বাংলাদেশ বেতারের ঢাকার মিলনায়তনে চেতনায় মুক্তিযুদ্ধ শীর্ষক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের প্রথম পর্বে সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিশেষ শিল্পীরা। এরপর বিশেষভাবে উল্লেখযোগ্য পর্ব ছিল যা বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরোক্ষভাবে অংশগ্রহণকারী বিশ্ববিখ্যাত ‘কনসার্ট ফর বাংলাদেশে’র প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গীত পরিবেশনা। ‘কনসার্ট ফর বাংলাদেশে’র প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে বাংলাদেশ বেতারে কর্মরত শিল্পী আলমগীর হায়াৎ রুমনের তত্ত্বাবধানে একটি সম্মিলিত গানের দল উক্ত দিনে সঙ্গীত পরিবেশন করেন। তারা চারটি গান পরিবেশন করেছেন। সম্মিলিত দলটির অন্যতম রুমন ‘ব্লাডোরিয়া’ নামক নব্বই দশকের শেষদিকের মেটাল ব্যান্ডের গিটারবাদক ও কণ্ঠশিল্পী। এ অনুষ্ঠানে তিনি গিটার বাজান ও কণ্ঠ দেন। তার সঙ্গে সেদিন শুরু থেকেই আরেকজন গিটার বাজিয়েছেন তিনি তাসফিন খান। তাসফিন খান এ দেশের স্বনামধন্য ব্যান্ড ডিফারেন্ট টাচের গিটারিস্ট। তাদের সঙ্গে ড্রামস বাজিয়েছেন রুমি, কীবোর্ডে আলী আশরাফ, বেস গিটারে শাওয়াল। এখানেই শেষ নয়, বেহালায় ছিলেন মুকুল, শাহীন ও আশরাফ, সারোদে ইউসুফ। সমবেত কণ্ঠের জন্য ছিলেন কান্তা, মৌসুমী, লাবণী, প্রিয়াঙ্কা, নিশি, ফাহিম ও সজল। দ্য স্টোরি অব বাংলাদেশ গানে কণ্ঠ দেন আলিফ আলাউদ্দিন। ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’ গানে তাদের সঙ্গে মাউথ অর্গান বাজিয়েছেন বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক রুবাইয়াৎ শামীম। ‘হোয়াইল মাই গিটার জেন্টলি হুইপস’ ও ‘বাংলাদেশ’ গানে যুক্ত হলেন বাংলাদেশের খ্যাতনামা ব্যান্ডদল রেনেসাঁর গিটার বাদক রেজা। অসুস্থ থাকার পরেও তিনি দমে না গিয়ে চলে আসেন কনসার্ট ফর বাংলাদেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। এ ছাড়া আরও তিনজন গিটার বাদক ওই দুই গানে বাজিয়েছেন। তাদের মধ্যে আছেন ব্ল্যাক ব্যান্ডের জাহান, এক্সইউরেনিয়াম ব্যান্ডের শাওন ও ইমরান আহমেদ ট্রায়োর ইমরান। মঞ্চ ভরে গিয়েছিল গুণী সব শিল্পীর ভিড়ে। পরবর্তী প্রজন্মের কাছে ‘কনসার্ট ফর বাংলাদেশে’র ইতিবৃত্ত তুলে ধরার প্রয়াস নিয়ে আলমগীর হায়াৎ রুমন এর আগে ট্রিবিউট টু কনসার্ট ফর বাংলাদেশ শীর্ষক একটি গানের এ্যালবামের কাজ করেন। ২০১৫ সালের মাঝামাঝি সময়ে তা জি সিরিজের ব্যানারে বাজারে আসে। বাংলাদেশ বেতার এ বছর তাদের চেতনায় মুক্তিযুদ্ধ শীর্ষক অনুষ্ঠানে কনসার্ট ফর বাংলাদেশের প্রতি সম্মান জানানোর পাশাপাশি আমাদের স্বপ্ন দেখতে সাহায্য করল। আমরা আশা করতেই পারি ‘কনসার্ট ফর বাংলাদেশে’ অংশগ্রহণকারী যেসব শিল্পী এখন জীবিত আছেন তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে আবার একটি ‘র আয়োজন করা সম্ভব। আনন্দকণ্ঠ ডেস্ক
×