ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাবেক রাষ্ট্রদূত নিখোঁজ ঘটনা রহস্যজনক

প্রকাশিত: ০৫:৫৪, ৭ ডিসেম্বর ২০১৭

সাবেক রাষ্ট্রদূত নিখোঁজ ঘটনা রহস্যজনক

গাফফার খান চৌধুরী ॥ এবার রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান (৬১) নিখোঁজের ঘটনা আবারও আলোচনার জন্ম দিয়েছে। যদিও ইতোমধ্যেই নিখোঁজ হওয়া অনেকেরই হদিস মিলেছে। এখনও বেশ কয়েকজনের হদিস মেলেনি। বুধবার সন্ধ্যা নাগাদ মারুফ জামানের হদিস পাওয়া যায়নি। তাকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো অভিযান চালিয়ে যাচ্ছে। তবে মারুফ জামানকে অপহরণ করা হয়েছে নাকি তিনি কোন কারণে নিখোঁজ রয়েছেন তা এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার নিখোঁজ মারুফ জামানের ছোট মেয়ে সামিহা জামান ধানমন্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি সূত্রে জানা গেছে, মারুফ জামান ২০০৮ সালের ৬ ডিসেম্বর থেকে ২০০৯ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তিনি কাতারের রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের কাউন্সেলর ছিলেন। ২০১৩ সালে অবসরে যান। অবসর জীবনে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন রাজধানী ঢাকার ধানমন্ডির ৯/এ নম্বর সড়কের ৮৯ নম্বর বাসায়। ধানমন্ডি মডেল থানার ওসি আব্দুল লতিফ জনকণ্ঠকে জানান, বছরখানেক আগে তার স্ত্রী মারা যান। তার দুই মেয়ে। বড় মেয়ে বেলজিয়ামে বসবাস করেন। গত ৪ ডিসেম্বর তার বড় মেয়ে বেলজিয়াম থেকে আসার কথা। এজন্য তিনি বাসা থেকে গাড়ি নিয়ে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন। এরপর থেকেই তিনি নিখোঁজ। মঙ্গলবার দুপুরে তার মেয়ে সামিহা জামান তার নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। মঙ্গলবার খিলক্ষেত থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৩শ’ ফিট এলাকার রাস্তা থেকে মারুফ জামানের প্রাইভেটকারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ওসি আরও জানান, ইতোমধ্যেই নিখোঁজের দুই মেয়ে, তার ভাই, বোনসহ আত্মীয়স্বজনদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তারা মারুফ জামানের নিখোঁজের বিষয়ে কোন সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। ব্যক্তিগতভাবে মারুফ জামানের সঙ্গে কারও কোন বিরোধ ছিল না বলে তার পরিবার ও আত্মীয়স্বজনদের তরফ থেকে দাবি করা হয়েছে। মারুফ জামানের সন্ধান চলছে। এমন ঘটনায় আবারও আলোচনায় এসেছে নিখোঁজের বিষয়টি। চলতি বছরের ৭ নবেম্বর নিখোঁজ হন বেসরকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোবাশ্বের হাসান সিজার। ওইদিনই তার পিতা অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোতাহের হোসেন (৬৫) রাজধানীর খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাতে উল্লেখ করা হয়, ওইদিন সকাল সাতটার দিকে রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রীর ২৫ নম্বর সড়কের ১২/৩ নম্বর বাড়ি থেকে কর্মস্থল বেসরকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় গুলশানের বারিধারা ক্যাম্পাসের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ। সে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিষয়ে কাজ করতো। বুধবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিজারের সন্ধান মেলেনি। সন্ধান মেলেনি সাংবাদিক উৎপল দাশেরও। তিনিও রহস্যজনকভাবে নিখোঁজ। এখনও নিখোঁজ রয়েছেন করিম ইন্টারন্যাশনাল নামের একটি পুস্তক আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তানভীর ইয়াসিন করিম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ সাদাত আহমেদ, কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আমিনুর রহমান ও কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইশরাক। তবে চলতি বছরের ২৩ আগস্ট দুপুরে রাজধানীর পুরানা পল্টনের খানা বাসমতি রেস্টুরেন্টের সামনে থেকে বেসরকারী আইএফআইসি ব্যাংকের করপোরেট কমিউনিকেশন্স ও ব্র্যান্ডিং বিভাগের এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট শামীম আহমেদকে অপহরণ করা হয় বলে দাবি করেছিলেন তার স্ত্রী শিল্পী আহমেদ। পাঁচ দিন নিখোঁজ থাকার পর ব্যাংক কর্মকর্তার সন্ধান মেলে। কে বা কারা চোখ বেঁধে ওই ব্যাংক কর্মকর্তাকে রাত সাড়ে নয়টার দিকে মতিঝিলে রেখে যায় বলে ব্যাংক কর্মকর্তার পরিবারের দাবি। আজও ব্যাংক কর্মকর্তাকে কে বা কারা কী কারণে অপহরণ করেছিল বা ওই ব্যাংক কর্মকর্তা নাটক সাজিয়ে নিজে নিজেই অপহৃত হয়েছিলেন কিনা তা জানা যায়নি। সম্প্রতি ১৯ দিন পর গুলশান-১ নম্বর ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে নিখোঁজ হওয়া ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়েরও সন্ধান মিলেছে। গত ২৭ আগস্ট বিকালে ঢাকার কূটনীতিক পাড়া গুলশানের ১ নম্বর ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে একটি মাইক্রোবাসে অনিরুদ্ধকে তুলে নেওয়া হয়েছিল বলে তার গাড়িচালকের দাবি। অনিরুদ্ধ কুমার রায় মেসার্স আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। তিনি সিআইপি (কমার্শিয়ালি ইমপোর্টটেন্ট পার্সন)। পাশাপাশি বেলারুশের অনারারি কনসাল। গোয়েন্দা সূত্রে জানা গেছে, গত তিন মাসে রাজধানী থেকে নিখোঁজ ১২ জনের মধ্যে ৬ জন ফিরে এসেছে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে যারা ফিরেছেন, তারা নিখোঁজের সময়টিতে কোথায় ছিলেন সে সর্ম্পকে কোন তথ্য দেয়নি। জানা গেছে, অনিরুদ্ধ ছাড়াও দক্ষিণ বনশ্রী থেকে নিখোঁজ নকিয়া-সিমেন্সের সাবেক প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ, এভেনটিস-স্যানোফির ফার্মাসিস্ট জামাল রহমান ও শাজাহানপুর থেকে ফল ব্যবসায়ী গিয়াস উদ্দিন, বিজেপি’র দুই নেতা মিঠুন চৌধুরী ও আসিত দাস, চৌধুরী আবদুল্লাহ আল ফারুক ফিরে এসেছেন।
×