ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে বিএনপি কার্যালয়ে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:৩২, ৬ ডিসেম্বর ২০১৭

নাটোরে বিএনপি কার্যালয়ে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ ডিসেম্বর ॥ বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বাসা ও জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও গুলি বর্ষণ এবং দুলুর সহধর্মিণী জেলা বিএনপি সহ-সভাপতি সাবিনা ইয়াসমিন ছবিকে হত্যা প্রচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। মঙ্গলবার শহরের হাফরাস্তা এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক গোলাম সারোয়ার। লিখিত বক্তব্যে বলা হয় জেলা বিএনপির সভাপতি সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু সব সময় শান্তিপূর্ণ সহবস্থান ও অহিংস রাজনীতিতে বিশ্বাসী। বিএনপির শাসনামলে আওয়ামী লীগের কোন নেতাকে নাটোর শহর ছাড়তে হয়নি এবং জেলার কোন শীর্ষ নেতার বাস ভবনে হামলা, গুলি বা ভাংচুর করা হয়নি। কিন্তু বর্তমান অবৈধ সরকারের বিনা ভোটে পাস করা এমপি শফিকুল ইসলাম শিমুল বিএনপি নেতা দুলু নাটোরে এলেই পরিকল্পিত ভাবে মারামারি করানোর মাধ্যমে শান্তিপূর্ণ নাটোরকে অশান্ত করে তুলছে। সংবাদ সম্মেলনে দুলুর বাস ভবনে হামলা ও গুলি বর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যশোর জেলা স্কুলের পুনর্মিলনী উৎসব২২ ও ২৩ ডিসেম্বর স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বর্ণিল আয়োজনে ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুলের ১৮০ বছর পূর্তি ও সাবেক ছাত্র পুনঃমিলনী উৎসব উদযাপন প্রস্তুতি চলছে। যশোর জিলা স্কুল সাবেক ছাত্র সমিতির আয়োজনে আগামী ২২ ও ২৩ ডিসেম্বর দুই দিনব্যাপী এই উৎসব উদযাপিত হবে। এতে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালা ও আয়োজন প্রস্তুতি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সাবেক ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ও উদযাপন পরিষদের আহ্বায়ক এজেডএম সালেক জানান, ব্রিটিশ-ভারতের প্রাচীনতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী যশোর জিলা স্কুল প্রতিষ্ঠার ১৮০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এ উপলক্ষে আগামী ২২ ও ২৩ ডিসেম্বর সাবেক ছাত্র সমিতি দুই দিনব্যাপী পুনঃমিলনী উৎসবের আয়োজন করেছে।
×