ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে বাড়িতে অগ্নিসংযোগ

প্রকাশিত: ০৫:৪৪, ৪ ডিসেম্বর ২০১৭

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে বাড়িতে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৩ ডিসেম্বর ॥ সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ এলাকায় শুক্রবার রাতে ও শনিবার ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় বসতঘর ও ব্যবসায় প্রতিষ্ঠানসহ ১৪ বাড়িঘর পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে গ্রামসহ আশপাশের এলাকা। দীর্ঘদিন ধরে জনৈক যুবলীগ নেতা ও রাস্তি ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ গ্রামের এনামুল চৌধুরীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝেমধ্যেই ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে শুক্রবার রাতে ঐ যুবলীগ নেতার সমর্থক সেলিম বেপারীর বাড়িঘরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এনামুল চৌধুরীর সমর্থকরা। এ সময় বেশকিছু ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। শনিবার সকালে লক্ষ্মীগঞ্জ এলাকার কিছু লোক একত্রিত হয়ে প্রতিপক্ষের সমর্থকদের বাড়িঘরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটে।
×