ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন ৫০০ কোটির ঘরে

প্রকাশিত: ০৫:৩১, ৪ ডিসেম্বর ২০১৭

পুঁজিবাজারে লেনদেন ৫০০ কোটির ঘরে

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা চার দিনের সূচকের পতনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৫০০ কোটি টাকার ঘরে নেমে গেছে। ডিএসইতে ৫৭৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় ৪৬ কোটি ৩১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এ বাজারে ৬২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। রবিবার ডিএসইতে মূল্য সূচকও কমেছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৫২টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের উর্ধগতি দিয়ে লেনদেন শুরুর পর ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ পয়েন্ট কমে ৬ হাজার ২৯৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৮২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৭৩ পয়েন্টে। দিনটিতে ডিএসইতে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেডের সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ৩০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৩ হাজার ৫০১ বারে ৯৬ লাখ ৬৪ হাজার ৪৪৬টি শেয়ার হাতবদল করেছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটির ২ হাজার ২৯০ বারে ২৬ লাখ ৭১ হাজার ৩৭১টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ২৯ কোটি ৪৮ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা শাহজালাল ইসলামী ব্যাংক এক হাজার ৯০ বারে ২৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে লংকাবাংলা ফিন্যান্স ১৯ কোটি ৫৬ লাখ টাকা, এবি ব্যাংক ১৬ কোটি ৯৮ লাখ টাকা, গ্রামীণফোন ১৫ কোটি ৬৫ লাখ টাকা, সিএমসি কামাল ১৪ কোটি ৩৬ লাখ টাকা, ইউনাইটেড পাওয়ার ১৩ কোটি ৫০ লাখ টাকা, ফু-ওয়াং ফুড ১২ কোটি ৭৪ লাখ টাকা ও ন্যাশনাল টিউব ১২ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। বেশিরভাগ কোম্পানির দর হারানোর দিনে বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ন কেবল লিমিটেড। শেয়ারটির দর বেড়েছে ১৪ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৮১ শতাংশ। তথ্য অনুযায়ী, দিনটিতে শেয়ারটি সর্বশেষ ২২৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৩৪১ বারে এক লাখ ৮৩ হাজার ৫৫২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১৩ লাখ টাকা। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৩৫ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ২৬ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ৫২৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি তিন হাজার ৪৩১ বারে এক লাখ ৪৪ হাজার ৪৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪২ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবসের ৭ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৬৪ শতাংশ দর বেড়েছে। কোম্পানিটির ৩ হাজার ৯১ বারে ৯ লাখ ৪৩ হাজার ৯৫৯টি শেয়ার লেনদেন হয়েছে। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু জুট স্ট্যাফলার্স, ইউনিয়ন ক্যাপিটাল, বিডি থাই এ্যালুমিনিয়াম, গোল্ডেন হার্ভেস্ট এ্যাগ্রো, লংকাবাংলা ফিন্যান্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও ফু-ওয়াং ফুড লিমিটেড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৪৮৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : গোল্ডেন হার্ভেস্ট, লঙ্কাবাংলা ফাইনান্স, বিডি থাই, ফু-ওয়াং ফুড, ব্র্যাক ব্যাংক, এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও প্যারামাউন্ট টেক্সটাইল ও ইউনাইটেড পাওয়ার।
×