ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম নগরীতে পরিবহন ধর্মঘট ॥ যাত্রীদের দুর্ভোগ

প্রকাশিত: ০৫:২৩, ৪ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রাম নগরীতে পরিবহন ধর্মঘট ॥ যাত্রীদের দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পুলিশী হয়রানি এবং অনুমোদন ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধসহ ১১ দফা দাবিতে চট্টগ্রাম নগরীতে শুরু হওয়া অনির্দিষ্টকাল ধর্মঘটের প্রথমদিন রবিবার চরম ভোগান্তির মধ্যে পড়েন যাত্রী সাধারণ। ভোর থেকে দিনভর ছিল গণপরিবহন সঙ্কট। এতে করে অফিস যাত্রী, স্কুলগামী শিশু কিশোরসহ সর্বস্তরের মানুষ বেকায়দায় পড়ে যায়। কিছু পরিবহন চলাচল করলেও ভাড়া আদায় করেছে দ্বিগুণ। দাবি আদায়ের আশ্বাস না মিললে ধর্মঘট অব্যাহত থাকার ঘোষণায় উৎকন্ঠিত নগরবাসী। তবে যাত্রীদের জিম্মি করে এমন কর্মসূচী পালনের কারণে ক্ষোভের সঞ্চারও হয়েছে জনসাধারণের মাঝে। চট্টগ্রাম মেট্রো গণপরিবহন মালিক সমিতির একাংশের ডাকে পালিত হচ্ছে এ কর্মসূচী। অনির্দিষ্টকাল কর্মসূচীর ঘোষণায় রবিবার অতিবাহিত হয় প্রথম দিন। কিন্তু শুরুতেই নগরজুড়ে নেমে আসে স্থবিরতার পাশাপাশি বাড়তি ভাড়া আদায়ের নৈরাজ্যকর পরিস্থিতিও। বন্দরনগরীর কালুরঘাট থেকে পতেঙ্গা, অলঙ্কার থেকে নিউমার্কেট, আগ্রাবাদসহ সকল রুটে পয়েন্টে পয়েন্টে অপেক্ষমান দেখা যায় শত শত যাত্রীকে। মাঝেমধ্যে দুয়েকটি যানবাহন এলে হুমড়ি খেয়ে পড়েন যাত্রীরা। বাদুড়ঝোলা এমনকি ছাদে উঠেও গন্তব্যে যেতে দেখা যায় অনেককে। রিক্সা চললেও ভাড়া হয়ে যায় দ্বিগুণেরও বেশি। নগরীর যত্রতত্র অনেক যাত্রীকে দেখা যায় যানবাহনের অপেক্ষায়। দীর্ঘ প্রতীক্ষার পরও গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে। এতে করে কর্মস্থলে বিলম্বের পাশাপাশি অনেক কষ্ট শিকার করতে হয়। যাত্রীরা পরিবহন মালিকদের এহেন ধর্মঘটকে কা-জ্ঞানহীন আখ্যায়িত করে তীব্র ক্ষোভও প্রকাশ করেন। ধর্মঘট আহ্বানকারী সংগঠন মেট্টো গণপরিবহন মালিক সমিতির আহ্বায়ক বেলায়েত হোসেন বেলাল জানান, নগরীতে এ সংগঠনের আওতায় অন্তত দেড় হাজার বাস, হিউম্যান হলার, টেম্পোসহ বিভিন্ন ধরনের গণপরিবহণ রয়েছে। দীর্ঘদিন দাবি জানিয়েও সুরাহার কোন পদক্ষেপ না দেখে শেষ পর্যন্ত এ ধরনের কর্মসূচীতে যেতে বাধ্য হয়েছেন। তিনি বলেন, আমরা চাই সড়কে হয়রানি এবং চাঁদাবাজি বন্ধের পাশাপাশি অনুমোদনহীন সকল যানবাহন বন্ধ করতে হবে। ফিটনেসবিহীন যানবাহন চলতে দেয়া যাবে না। কিছু গাড়ি চলা প্রসঙ্গে তিনি জানান, ওই ধরনের ফিটনেসবিহীন অবৈধ যানবাহনের বিরুদ্ধেই আমাদের আন্দোলন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে বলে তিনি সতর্ক করে দেন।
×