ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আরও আক্রমণাত্মক হবে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৫:৫৯, ২ ডিসেম্বর ২০১৭

আরও আক্রমণাত্মক হবে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ গ্যাবায় (ব্রিসবেন) ১০ উইকেটে জয়ের পথে প্রতিপক্ষকে কার্যত উড়িয়ে দিয়ে পাঁচ টেস্টের এ্যাশেজে ১-০তে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। এ্যাডিলেডে আজ থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচেও ইংলিশদের এতটুকু ছাড় দেবে না স্বাগতিকরা। গোলাপী বলে ফ্লাড লাইটের আলোয় সাদা পোশাকের ডে-নাইট দ্বৈরথে নিজেদের আক্রমণাত্মক ক্রিকেটের পসরা নিয়েই হাজির হবে স্টিভেন স্মিথের দল। কোচ ড্যারেন লেহম্যান, তারকা স্পিনার নাথান লিয়ন আর প্রতিভাবান ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব একযোগে এমন হুঙ্কার ছুড়েছেন। তাতে সমর্থন দিয়েছেন সাবেক অধিনায়ক রিকি পন্টিংও। অন্যদিকে ইংল্যান্ড পেসার জেমস এ্যান্ডারসন বলেছেন, ঘুরড় দাঁড়ানোর সামর্থ্য তাদের রয়েছে, এজন্য সবার আগে প্রতিপক্ষ অধিনায়ক স্টিভেন স্মিথকে অল্পতে থামিয়ে দিতে হবে। উল্লেখ্য, প্রথম টেস্টে অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়ে দলকে স্মরণীয় জয় উপহার দেন স্মিথ। লিয়ন বলেন, ‘ব্যাটসম্যানরা যখন আমার বল মেরে উড়িয়ে দেয়ার চেষ্টা করে তখন আমি সেটা খুব উপভোগ করি। আশাকরি এ্যাডিলেডে ইংরেজ ব্যাটসম্যানরা আমার জন্য আরও ভাল পরিকল্পনা নিয়ে নামবে।’ এ্যাশেজের শুরু থেকেই বিতর্কে রয়েছেন লিয়ন। প্রথম টেস্টের আগেই তিনি বলেছিলেন, ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটারের অবসরের কারণ হয়ে উঠতে চান তিনি। এমনকি তার প্রাক্তন ক্লাব সতীর্থ জো রুটের জন্যও ছিল এমনই বার্তা। যদিও রুট সম্পর্কে সুর কিছুটা নরম করে ফেলেছেন লিয়ন। যেহেতু এ্যাডিলেডের যুদ্ধটা হবে গোলাপী বলে, তাই রুট বলছেন, ‘গোলাপী বলে ওদের বোলাররা কিছুটা হলেও সুবিধা পেতে পারে। জানি ওরা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেবেই আমাদের দিকে। এই ম্যাচটা তাই অতটা সোজা হবে বলে মনে হয় না।’ গ্যাবায় ইংল্যান্ড উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টো অসিদের স্লেজিংয়ের কাছে কুপোকাত হয়েছেন। ঘটনার শুরু অবশ্য ঐ টেস্টের আগেই। মাঠে এদিন শুরুটা করেন অস্ট্রেলিয়ার মিডলঅর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব। ‘ স্লেজিং এমন একটি ব্যাপার, এটি সম্ভবত ক্রিকেটের স্মার্ট একটি বিষয়। এটা কিছুটা পাশবিক কিন্তু দেখতে ভাল লাগে যখন এটি কাজ করে। এটা খেলারই অংশ। এটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, আর এটা চলতেই থাকবে!’ এদিকে বেয়ারস্টোর ঐ ঘটনার পর ইংল্যান্ড টিমে কারফিউ জারি হয়েছে। মধ্যরাতে কোন ক্রিকেটার টিম হোটেল ছেড়ে বের হতে পারবে না। তবে অজি কোচ ড্যারেন লেহম্যান অবশ্য তার শিষ্যদের কোন কড়াকড়িতে রাখছেন না। ওদিকে গুরুত্বপূর্ণ এই ম্যাচে মঈন আলির খেলা নিয়ে সংশয় রয়েছে। প্রথম টেস্টে বোলিং করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন তিনি। তাকে নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন ইংল্যান্ড জো রুট। ‘অনুশীলন সেশনের পর তার অবস্থা বিবেচনা করব আমরা। তার আঙ্গুগুলোর অবস্থার অবনতি দেখলে আমরা বিকল্প সিদ্ধান্ত নেব।’ বলেন অধিনায়ক। রুট আরও যোগ করেন, ‘দীর্ঘদিন ধরে তার (মঈন) ব্যাটিং আমাদের দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই আমি মনে করি, বল করতে না পারলেও অন্তত ব্যাটিংয়ে খেলানো যেতে পারে তাকে। সে ওপরের সারির একজন ব্যাটসম্যান। বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়ার জন্য তার মাঝে সম্ভাবনা রয়েছে। আমরা মঈনের সার্বিক পরিস্থিতি বিবেচনা করব।’
×