ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গোয়েন্দা কাজে গাছ

প্রকাশিত: ০৫:৪১, ২ ডিসেম্বর ২০১৭

গোয়েন্দা কাজে গাছ

ডিফেন্স এ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অধীন থিঙ্কট্যাংক বা নতুন সামরিক প্রযুক্তি উন্নয়ন সংস্থা। সম্প্রতি সংস্থাটি এক ঘোষণায় জানিয়েছে, তারা একটি নতুন প্রকল্পে কাজ করছে যা যুদ্ধক্ষেত্রে কীভাবে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করা যায়; তাতে পরিবর্তন আনতে পারে। এ্যাডভান্সড প্লান্ট টেকনোলজিস (এপিটি) নামের এই প্রকল্পের কাজ হচ্ছে, উদ্ভিদকে পরবর্তী প্রজন্মের গোয়েন্দা নজরদারি কাজে পরিণত করার সম্ভাবনা যাচাই করা। সংস্থাটি জানিয়েছে, প্রকল্পটি সামরিক বাহিনীকে টেকসই প্রযুক্তির দিকে পরিচালিত করবে, পরিবেশে উদ্ভিদভিত্তিক সেন্সর এবং বিদ্যমান হার্ডওয়্যার ব্যবহার করে দূরবর্তী নিরীক্ষণ করা যেতে পারে। এপিটির লক্ষ্য, গাছপালার প্রাকৃতিক উদ্দীপক প্রতিক্রিয়া বিকাশ করা, যাতে ‘নির্দিষ্ট রাসায়নিক, রোগ, বিকিরণ এবং এমনকি ইলেক্ট্রো ম্যাগনেটিক সংকেত শণাক্ত করতে পারে।’ জিন এডিটিং কৌশল ব্যবহারে করে ইতোমধ্যে গাছপালাকে গুপ্তচরবৃত্তির কাজে সফলভাবে ব্যবহার করা সম্ভব হয়েছে। ডারপা প্রত্যাশা করছে, উদ্ভিদভিত্তিক এই সেন্সর গাছপালার স্বাভাবিক বৃদ্ধি ও প্রসার প্রক্রিয়ার জন্য ক্ষতিকর হবে না।-ওয়েবসাইট অবলম্বনে
×