ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজালালে এক লাখ ডলারসহ আটকের পর যাত্রীকে ছেড়ে দেয়া হলো

প্রকাশিত: ০৫:৩০, ২ ডিসেম্বর ২০১৭

 শাহজালালে এক লাখ ডলারসহ আটকের পর যাত্রীকে ছেড়ে দেয়া হলো

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক লাখ ডলারসহ এক চোরাচালানি যাত্রীকে আটকের পরও তাকে ছেড়ে দেয়া হয়েছে। ওই যাত্রীকে একজন সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হলেও এখনও কোন মামলা দায়ের করা হয়নি। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে অভিযুক্ত সংস্থা কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ছেড়ে দেয়ার মানে এই নয়, ওই যাত্রী পার পেয়ে গেছেন। প্রয়োজনে তার বিরুদ্ধে পরেও মামলা করা যেতে পারে। শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ জানিয়েছে, গত ১৭ নবেম্বর রাতে সিজে ৩৯২ ফ্লাইটের যাত্রী হাসান তওফিক নামের এক যাত্রীকে বোর্ডিং ব্রিজ এরিয়ায় তার হ্যান্ডব্যাগ তল্লাশি করে ১ লাখ ইউএস ডলার দেখতে পায় কর্মরত স্ক্যানিং অপারেটর নূর মোহাম্মদ। কোন ধরনের ঘোষণা ছাড়া এভাবে এত বিপুল পরিমাণ নগদ ডলার কোন যাত্রী বহন করতে পারে না। তাৎক্ষণিক তাকে ওই ডলারসহ শাহজালাল বিমানবন্দরে কর্মরত কাস্টমস বিভাগের কাছে সোপর্দ করা হয়। তাকে দীর্ঘক্ষণ আটক রেখে জিজ্ঞাসাবাদ শেষে ডলারগুলো জব্দ করে দায়িত্বরত কাস্টমস কর্মকর্তা। এরপর তাকে ছেড়ে দেয়া হয়। পরে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল করিম ওই যাত্রী হাসানের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে তাকে জানানো হয়, এ ঘটনায় শুধু ডলার জব্দ করা হয়েছে। আর যাত্রীকে ছেড়ে দেয়া হয়েছে। এতে তিনি বিস্ময় প্রকাশ করে জনকণ্ঠকে বলেন, এত কষ্ট করে বোর্ডিং ব্রিজ এরিয়ায় একজন যাত্রীকে এক লাখ ডলার বিদেশে পাচারের চূড়ান্ত মুহূর্তে ধরার শাস্তি কি শুধু জব্দ করা? এতে তিনি হতাশা প্রকাশ করে বলেন, এভাবে হাতেনাতে ধরা পড়ার পর যদি কাস্টমস তাকে ছেড়ে দেয় তাহলে কিভাবে চোরাচালান রোধ করা হবে ? তিনি বলেন, এ ঘটনায় বিদেশে মুদ্রা পাচার চেষ্টার অভিযোগে সুনির্দিষ্টভাবে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করাটাই ছিল প্রকৃত আইনী ব্যবস্থা। কিন্তু কাস্টমস কেন তাকে ছেড়ে দিয়েছে তা বোধগম্য নয়।
×