ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

নাটোরে চালক ও দুই আরোহী নিহত

প্রকাশিত: ০৫:৪৪, ২৯ নভেম্বর ২০১৭

নাটোরে চালক ও দুই আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৮নবেম্বর ॥ বড়াইগ্রামে দুটি সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক ও দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটিঘাট ও দুপুরে আহম্মেদপুরে পৃথক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রাইভেটকার চালক সৈয়দ আলী (৫৮) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলোর মধ্য অরনকোলা গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে, নাটোর সদর উপজেলার ফুলসর গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে ইমরান আলী (১৯) ও মাটিকোপা গ্রামের আহাদের ছেলে আলীম উদ্দিন(২০)। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়াইগ্রাম উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটিঘাট এলাকায় মঙ্গলবার রাত তিন টার দিকে একটি ট্রাক বিকল হয়ে রাস্তার পাশে অবস্থান করছিল। নাটোর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার এসে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে সৈয়দ আলীর মৃত্যু হয়। আহত হন প্রাইভেটকারের দুজন যাত্রী। অন্যদিকে বড়াইগ্রামের আহম্মেদপুর এলাকায় মঙ্গলবার দুপুরে ইমরান ও আলীম রাস্তার পাশ থেকে মোটরসাইকেল ঘুরিয়ে মহাসড়কে উঠছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস আহত অপর এক মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। পটুয়াখালীতে চালক ও হেলপার নিজস্ব সংবাদদাতা পটুয়াখালী থেকে জানান, পটুয়াখালী-কুয়াকাটা মহসড়কের বসাকবাজার এলাকায় মঙ্গলবার সকালে পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সড়কে উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় ট্রাকে থাকা এক সবজি ব্যবসায়ী আপানূর (৩০) আহত হয়েছেন। নিহতরা হলেন চালক ফারুক (৩৫) ও হেলপার মোঃ আলমগীর (৩২)। পটুয়াখালী সদর থানার পুলিশ জানায়, সবজিবাহী ট্রাকটি যশোর থেকে কলাপাড়ায় যাচ্ছিল। পটুয়াখালীর বসাকবাজার এলাকায় পৌঁছলে চালক তন্দ্রাচ্ছন্ন থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই চালক ফারুক ও হেলপার আলমগীর নিহত হন। আহত আপানূরকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের বাড়ি বরগুনা জেলার আমতলীতে। নীলফামারীতে শিশু স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, বাড়ির সামনের রাস্তা পার হতে গিয়ে অটোবাইকের ধাক্কায় চার বছরের তামান্না আক্তার নামে এক শিশুকন্যা নিহত হয়েছে। এদিকে ছোট মেয়ের মৃত্যুতে মা সংজ্ঞাহীন হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে ডিমলা উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট হাজীপাড়া গ্রামে। শিশুটি উক্ত এলাকার রাজমিস্ত্রি ছলেমান আলীর মেয়ে। দুর্ঘটনার পর পর শিশুটিকে এলাকাবাসী উদ্ধার করে ডিমলা হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। এদিকে এ ঘটনার পর দুই মেয়ের মধ্যে ছোট মেয়ের মৃত্যুতে শিশুটির মা এমিলি বেগম সংজ্ঞহীন হয়ে পড়ায় তাকেও ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাইবান্ধায় ট্রাকচালক নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোপিনাথপুরে মঙ্গলবার ভোরে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার শহিদুল ইসলাম (৪২) নিহত হয়েছে। পুলিশ জানায়, ভোরে ঢাকা থেকে রংপুরগামী দুটি মাল বোঝাই ট্রাক গোপিনাথপুর এলাকায় পৌঁছলে পেছনের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার সহিদুল ইসলাম নিহত হয়।
×