ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশুরাই জাতির ভবিষ্যত ॥ চবি উপাচার্য

প্রকাশিত: ০৫:৪২, ২৯ নভেম্বর ২০১৭

শিশুরাই জাতির ভবিষ্যত ॥ চবি উপাচার্য

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের অভ্যুদয়ের এ সঠিক ইতিহাস আমাদের শিশু-কিশোরদেরকে জানাতে হবে, তারা যেন বিভ্রান্ত না হয়। মঙ্গলবার চট্টগ্রামের হাটহাজারীর ‘মর্নিং ডিউ স্কুল এ্যান্ড কলেজ’ এর নতুন একাডেমিক ভবন উদ্বোধন ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথাগুলো বলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইফতেখার উদ্দিন চৌধুরী । প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘শিক্ষা দর্শন’ এর উপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, কোমলমতি শিশু-কিশোররাই জাতির ভবিষ্যত কর্ণধার। তাদেরকে উপযুক্তভাবে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। আর এ দায়িত্ব নিতে হবে আমাদের সম্মানিত শিক্ষক-অভিভাবকদের।
×