ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নাশকতার পরিকল্পনা

বগুড়ায় সাবেক শিবির নেতা গ্রেফতার

প্রকাশিত: ০৫:১৩, ২৯ নভেম্বর ২০১৭

বগুড়ায় সাবেক শিবির নেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ নাশকতার পরিকল্পনার অভিযোগে বগুড়ায় সোমবার রাতে পুলিশ এক বেসরকারী হাসপাতাল ও স্কুলের পরিচালনা পর্ষদের সদস্য সাবেক শিবির নেতা আনিছুর রহমানকে(৫০) গ্রেফতার করেছে। দু’দিন আগে বগুড়া সদরের সাবগ্রাম এলাকায় রাষ্ট্রবিরোধী ও নাশকতার পরিকল্পনার সময় পুলিশের অভিযানের সময় সে পালিয়ে যায়। পুলিশের ওই অভিযানে জিহাদী বইসহ কিছু নথিপত্র উদ্ধার হয়। পুলিশ জানায়, রবিবার রাতে বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণপাড়ায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে আনিছুর রহমানসহ ২৫ থেকে ৩০ জন গোপন বৈঠক করছিল। এর মধ্যে ১০-১২ জন মহিলাও ছিল। বৈঠককারীরা নাশকতার পরিকল্পনা ছাড়াও জঙ্গী কর্মকান্ডে মহিলাদের উদ্বুদ্ধ করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালালে বৈঠকে অংশগ্রহণকারীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ সেখান থেকে বগুড়া সদর জামায়াতের সাবেক আমীর আব্দুল বাছেদকে গ্রেফতার ও জিহাদী বইসহ কিছু নথিপত্র উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়। তদন্তে পুলিশ জানতে পারে ওই বৈঠকে শহরের মালতিনগর এলাকার ইন্ডিপেনডেন্ট জেনারেল হসপিটাল ও ইন্ডিপেনডেন্ট স্কুলের পরিচালক আসিছুর রহমান ছিল। সোমাবার রাতে ওই হাসপাতালের ক্যাম্পাস থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় দায়ের করা মামলায় মহিলাসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। বগুড়া সদর থানার ওসি জানিয়েছেন, গোপন বৈঠকে অংশ নেয়া অন্যদের খোঁজে অভিযান চলছে।
×