ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মুক্তিযোদ্ধা আবুল খায়ের

প্রকাশিত: ০৫:২০, ২৮ নভেম্বর ২০১৭

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মুক্তিযোদ্ধা আবুল খায়ের

স্টাফ রিপোর্টার ॥ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মুক্তিযোদ্ধা আবুল খায়ের। একাত্তরে দুই নম্বর সেক্টরের গেরিলা যোদ্ধা আবুল খায়ের ‘উল্কা খায়ের’ নামে পরিচিত। ৬৭ বছর বয়সী খায়ের হৃদরোগে ভুগছিলেন। গত ১৫ নবেম্বর দৈনিক জনকণ্ঠে ‘অসুস্থ মুক্তিযোদ্ধা আবুল খায়েরকে রাস্তায় ফেলে গেছে স্বজনরা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এই খবর পত্রিকায় দেখে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তা। প্রায় দুই সপ্তাহ চিকিৎসা শেষে সোমবার দুপুরে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে চিকিৎসকের ছাড়পত্র পেয়ে বাড়িতে যান মুক্তিযোদ্ধা আবুল খায়ের। এ সময় তার পাশে ছিলেন সংসদ সদস্য মুক্তা ও মুক্তিযোদ্ধা আহমদ উল্লাহ রতনসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা। সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আবু জাফর মোঃ মাঈনুদদিনের মেয়ে মুক্তা সাংবাদিকদের বলেন, অসুস্থ আবুল খায়েরকে সাভারের রাস্তায় পড়ে থাকতে দেখে কয়েকজন যুবক তাকে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র-সিআরপিতে ভর্তি করায়। পরে দৈনিক জনকণ্ঠ পত্রিকায় এ খবর দেখে সিআরপি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। তিনি এখন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন এটাই আনন্দের। সংরক্ষিত আসনের এই সাংসদ জানান, মুক্তিযুদ্ধের সময় সিলেট ও চাঁদপুরের শাহরাস্তি থানা এলাকায় যোদ্ধাদের কমান্ডার ছিলেন খায়ের। ২ নম্বর সেক্টরে তিনি খালেদ মোশাররফের নেতৃত্বে যুদ্ধ করেন। সম্মুখ সমরে তড়িৎ গতির কারণে এ মুক্তিযোদ্ধা এলাকায় পরিচিতি পান ‘উল্কা খায়ের’ নামে। ব্যক্তিগত জীবনে অবিবাহিত খায়েরের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি এলাকায়। আর সংসদ সদস্য মুক্তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে।
×