ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষকের নিষ্ঠুরতায় পিইসি পরীক্ষার্থীর আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৮:০৫, ২৬ নভেম্বর ২০১৭

শিক্ষকের নিষ্ঠুরতায় পিইসি পরীক্ষার্থীর আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার ॥ শ্রেণীকক্ষে ‘কথা বলায়’ স্টিলের স্কেল দিয়ে আঘাত করে পঞ্চম শ্রেণী পড়ুয়া এক ছাত্রের ‘আঙ্গুল ছিঁড়ে’ ফেলেছেন রাজধানীর মিরপুরের কসমো স্কুলের এক শিক্ষক; যে ঘটনা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আহত শিক্ষার্থী জুনায়েদ সিদ্দিকী মিরপুরের পল্লবী এলাকার কসমো স্কুল এ্যান্ড কলেজ থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) অংশ নিচ্ছে। গত ১৮ নবেম্বর পিইসি পরীক্ষা শুরুর আগের দিন ওই স্কুলের ইংরেজীর শিক্ষক আখতারুজ্জামান মাসুম (শিক্ষার্থী ও অভিভাবকের কাছে ‘মাসুম স্যার’ নামে পরিচিত) এ ঘটনা ঘটান বলে জানান জুনায়েদের মা শামসিয়া মোস্তফা। তিনি বলেন, পিইসি পরীক্ষা শুরুর আগের দিন ইংরেজীর শিক্ষক ‘মাসুম স্যার’ শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেয়ার উদ্দেশে স্কুলে আসতে বলেন। ক্লাস চলাকালীন আমার ছেলে জুনায়েদ পাশের শিক্ষার্থীর সঙ্গে কথা বলায় মাসুম তাকে ডেকে নিয়ে স্টিলের স্কেল দিয়ে হাতের তালুতে তিনবার আঘাত করেন। প্রচণ্ড আঘাতে জুনায়েদের বাম হাতের মধ্যমা প্রায় ছিঁড়ে যায়, সরু একটি শিরার কারণে পুরো আঙ্গুলটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়নি। স্কেলের আঘাতে জুনায়েদের আঙ্গুল ছিঁড়ে রক্ত বের হতে থাকলেও ওই শিক্ষক তা বন্ধে কোন ব্যবস্থা নিতে এগিয়ে আসেননি বলে অভিযোগ করেন তার মা শামসিয়া। শিক্ষক মাসুমের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া শুরুর বিষয়ে জানতে চাইলে জুনায়েদের মা শামসিয়া মোস্তফা বলেন, রবিবার তার ছেলের পিইসি পরীক্ষা শেষ হওয়ার পর তারা থানায় মামলা করবেন বলে ভাবছেন। তিনি বলেন, ঘটনার পর থানায় তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলেন। কিন্তু শিক্ষক মাসুম চাকরি হারানোর বিষয়টি তুলে ধরে জিডি না করতে অনুরোধ করেন।
×