ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথমদিনেই দিশেহারা শ্রীলঙ্কা

প্রকাশিত: ০৬:৩৪, ২৫ নভেম্বর ২০১৭

প্রথমদিনেই দিশেহারা শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার ॥ নাগপুর টেস্টের প্রথমদিনেই দিশেহারা শ্রীলঙ্কা প্রথম ইনিংসে মাত্র ২০৫ রানে অলআউট হয়ে গেছে। ইনফর্ম দিমুথ করুনারত্নে (৫১) ও অধিনায়ক দিনেশ চান্দিমাল (৫৭) ছাড়া আর কেউই স্বাগতিক বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিন ৪ ও অপর তারকা স্পিনার রবীন্দ্র জাদেজা নিয়েছেন ৩টি করে উইকেট। জবাব দিতে নেমে শুক্রবার শেষ বেলায় ৮ ওভার খেলে লোকেশ রাহুলকে হারিয়েছে। ভারত দিনশেষে তাদের স্কোর ১ উইকেটে ১১ রান। মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারা দুইজনই ব্যক্তিগত ২ রানে অপরাজিত রয়েছেন। দলের ব্যর্থতার মাঝে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার ডিন এলগারের পর মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে চলতি ২০১৭ সালে এক হাজার রান করেছেন লঙ্কান করুনারত্নে। ইডেন গার্ডেন্সে ড্র হওয়া প্রথম টেস্টে শ্রীলঙ্কার পতন হওয়া ১৭ উইকেটই নেন ভারতের তিন পেসার। নাগপুরে দারুণভাবে ফিরেছেন স্বাগতিকদের দুই স্পিনার অশ্বিন ও জাদেজা। টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস স্থায়ী হয়েছে ৭৯.১ ওভার। স্বাগতিকদের উইকেট শিকারের শুরু এই ম্যাচ দিয়ে টেস্টে ফেরা ইশান্তের হাত ধরে। ডানহাতি এই পেসার পঞ্চম ওভারে ফিরিয়ে দেন সাদিরা সামারাবিক্রমাকে (১৩)। আরেক ওপেনার করুনারত্নে ও তার শিকার। ৬টি চারে ৫১ রান করার পথে চলতি বছরে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি এক হাজার রানে পৌঁছান। দুই অঙ্কে যাওয়ার আগেই লাহিরু থিরিমান্নেকে ফিরিয়ে দেন অফ স্পিনার অশ্বিন। আরেক ব্যাটিং ভরসা এ্যাঞ্জেলো ম্যাথুসকে দ্রুত বিদায় করেন বাঁহাতি স্পিনার জাদেজা। দুই স্পিনারের ছোবলের মধ্যে মিডল অর্ডারে খানিকটা লড়াই করেন চান্দিমাল। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ফেরার আগে ১২২ বলে ৪টি চার আর একটি ছক্কায় অধিনায়ক করেন ৫৭ রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত এগোনো নিরোশান দিকওয়েলা জাদেজার শিকার। স্বাগতিকদের দারুণ বোলিংয়ে ৪৫ রানে শেষ ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। ধসে বাঁধ দিতে পারেননি কেউই। ছোট ছোট অবদানে কোনমতে দুই শ’ পার হয় অতিথিদের স্কোর। ৬৭ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার অশ্বিন। ৩৭ রানে ৩ উইকেট নেন পেসার ইশান্ত। ৩ উইকেট পান জাদেজাও। হাফ সেঞ্চুরির মধ্য দিয়ে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ২০১৭ সালে টেস্টে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন শ্রীলঙ্কার করুনারত্নে। তার বর্তমান রান ১০৯৭। পাঁচটি সেঞ্চুরির পাশাপাশি তিনি চারটি হাফ সেঞ্চুরি করেছেন। চলতি বছর ১২ ম্যাচ ও ২৩ ইনিংসে ১ হাজার রান করলেন করুনারত্নে। এর আগে দক্ষিণ আফ্রিকার ডিন এলগার ১১ টেস্টের ২০ ইনিংসে এ বছর প্রথম হাজারি ক্লাবে প্রবেশ করেন। সুযোগ আছে দ. আফ্রিকার হাশিম আমলা (৯৪২) ও ভারতের চেতেশ্বর পুজারার (৯২৫)। তালিকায় পাঁচ নম্বরে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম (৭৬৬)। সংক্ষিপ্ত স্কোর ॥ শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২০৫/১০ (৭৯.১ ওভার; সামারাবিক্রমা ১৩, করুনারত্নে ৫১, থিরিমান্নে ৯, ম্যাথুস ১০, চান্দিমাল ৫৭, দিকওয়েলা ২৪, শানাকা ২, দিলরুয়ান ১৫, হেরাথ ৪, লাকমল ১৭, গামাগে ০*; ইশান্ত ৩/৩৭, উমেশ ০/৩৭, অশ্বিন ৪/৬৭, জাদেজা ৩/৫৬)। ভারত প্রথম ইনিংস ১১/১ (৮ ওভারে; রাহুল ৭, বিজয় ২*, পুজারা ২*; লাকমল ০/৭, গামাগে ১/৪)। ক্স প্রথমদিন শেষে
×