ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টু ক রো খ ব র

প্রকাশিত: ০৫:৪৪, ২৫ নভেম্বর ২০১৭

 টু ক রো  খ ব  র

ভাঙ্গায় শিশু ধর্ষিত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৪ নবেম্বর ॥ ভাঙ্গায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আজিমনগর ইউনিয়নের একটি বাজারের পাশে এক লেবুবাগানে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বৃহস্পতিবার রাতেই ভাঙ্গা থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। যার বিরুদ্ধে ওই শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে, সে হলো আজিমনগর ইউনিয়নের পাতরাইল গ্রামের আজিজ মাতুব্বরের ছেলে ইকবাল হোসেন ওরফে ডন মাতুব্বর (২৮)। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে ইকবাল। জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই শিশুটি বাজারে এলে বখাটে ডন মাতুব্বর বাজারের শিমুলবাজারের একটি দোকান থেকে পুরি কিনে দিয়ে ফুসলে বাজারের পাশে একটি লেবুবাগানে নিয়ে ধর্ষণ করে। ভেকুর চাপায় শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সদর উপজেলার ফতুল্লার পাগলা এলাকায় শ্রীকান্ত দাস (২২) নামের এক শ্রমিক ভেকুর চাপায় নিহত হয়েছে। সে পাগলা রেলস্টেশন চৌধুরীবাড়ি এলাকায় ভাড়া থাকত। বৃহস্পতিবার রাতে পাগলার বালুরঘাটে কাজ করার সময় শ্রীকান্ত দাসকে একটি ভেকু চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নগরীর চাষাঢ়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনজনকে পিটিয়ে আহত স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ আগৈলঝাড়া উপজেলার সোমাইরপাড় গ্রামের এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় শুক্রবার দুপুরে বখাটেদের হামলায় নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় হামলাকারী চার বখাটেকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ওই গ্রামের অপু হালদারের শ্যালিকা স্কুলছাত্রী মিতু মধুকে দীর্ঘদিন থেকে হয়রানি করে আসছিল বড় মগড়া গ্রামের নির্মল পা-ের বখাটে ছেলে নীরব পা-ে ও তার সহযোগীরা। এ ঘটনার প্রতিবাদ করে আসছিল মিতুর বোনজামাতা অপু হালদার। তারই ধারবাহিকতায় শুক্রবার দুপুরে বড় মগড়া বাসস্ট্যান্ডে বসে অপু হালদার তার স্ত্রী শিল্পী রানী ও শিশুপুত্র অজিতকে নিয়ে বাসের জন্য দাঁড়িয়েছিলেন। এ সময় বখাটে নীরব পা-ের নেতৃত্বে ৫-৬ বখাটে তাদের ডেকে পাশের ধানের চাতালে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামু খুনিয়াপালং এলাকায় আল্লাহ ও রাসুলকে গালিগালাজের প্রতিবাদ করার জের ধরে নিরীহ এলাকাবাসীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে গ্রামবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। শুক্রবার বিকেলে রামুর দক্ষিণ খুনিয়াপালং মীর্জা আলীর দোকান স্টেশনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী বদিউজ্জামান বদুর সভাপতিত্বে মানবন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন স্থানীয় আলেম মাওলানা রফিকুল ইসলাম, হাজী রশিদ আহমদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বলা হয়, গত ১২ নবেম্বর রাতে স্থানীয় আকতার আহমদ মদপান করে মাতাল অবস্থায় উলঙ্গ হয়ে প্রকাশ্য বাজারে আল্লাহ ও রাসুল (স) নিয়ে নানা কটূক্তি করে। এ সময় স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে থানায় নিয়ে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার টাকা অর্থদ- দেয়। পরে দ- পরিশোধ করে মুচলেকায় তাকে ছাড়িয়ে নেয় স্বজনরা। বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২৪ নবেম্বর ॥ কালকিনিতে আউয়াল হাওলাদার (২৪) নামের এক শ্রমিকের বিদ্যুতস্পৃষ্টে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ওই শ্রমিক গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার পূর্ব ডুমুরিয়া গ্রামের দরিদ্র মকবুল হাওলাদারের ছেলে। শুক্রবার দুপুরে নিহতের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠিয়েছে পুলিশ।
×