ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩৮ দিনেও উদ্ধার হয়নি ডিমলার স্কুলছাত্র

প্রকাশিত: ০৪:০৮, ২৪ নভেম্বর ২০১৭

৩৮ দিনেও উদ্ধার হয়নি ডিমলার স্কুলছাত্র

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ মনোয়ার হোসেন (১২) নামের এক প্রাথমিক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শিশুটি নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামের জমুদ্দির চৌপতি এলাকার জসিয়ার রহমানের ছেলে। সে ডিমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর (রোল নম্বর ৩৩) ছাত্র। নিখোঁজের ৩৮ দিন অতিবাহিত হলেও তার কেন সন্ধান পাওয়া যায়নি। ছেলেটির বাবা জানান, ১৫ অক্টোবর সকালে তিনশত টাকা নিয়ে বাজারে চাল কিনতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। নিখোঁজের দিন তার পরনে সাদা ও টিয়া রঙ্গের চেক শার্ট ও জিন্সের প্যান্ট ছিল। ছেলেকে খুঁজে না পেয়ে ৪ নবেম্বর ডিমলা থানায় জিডি (নম্বর-১৯২) করেছি। বিদেশী কেঁচো বিতরণ স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ জমির উর্বরতা বৃদ্ধিকল্পে বিদেশী কেঁচো বিতরণ ও কৃষকদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এসব কর্মসূচীর আয়োজন করা হয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচী এডিবির অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও কেঁচো বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মকলেসুর রহমান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অফিসার রওশনুজ্জামান ও প্রকৌশলী এনামুল কবীর। ভারপ্রাপ্ত ইউএনও শিমুল আক্তার এতে সভাপতিত্ব করেন। পানির অধিকার দাবিতে সংলাপ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২৩ নবেম্বর ॥ নদীর অধিকারÑনদীতে অধিকার, নদী ও পানি অধিকার প্রতিষ্ঠায় ঐক্য চাই- সেøাগানের মধ্য দিয়ে কলাপাড়ার পাখিমারায় জনসংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এনজিও সংস্থা আভাস ও এ্যাকশন এইডের আয়োজনে পাখিমারা পানি জাদুঘরে এ সংলাপে সভাপতিত্ব করেন কৃষক মৈত্রীর নেত্রী লাইলি বেগম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু, গবেষক তানিমা মোহন, নদী পরিব্রাজক দলের সদস্য মনির হোসেন, রিভার ট্রাভেলার্স ঢাকার মনিরুল ইসলাম, নেঙ্গর বিডি ঢাকার শাম্স সুমন, খাগড়াছড়ির উৎপল খীসা, দুর্যোগসংক্রান্ত অভিজ্ঞ নারী হাওয়া বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
×