ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢামেকে এক্সরে ফিল্ম ক্রয়

অপচয়ে জড়িতদের চিহ্নিত করতে বলেছে সংসদীয় কমিটি

প্রকাশিত: ০৫:৫৫, ২২ নভেম্বর ২০১৭

অপচয়ে জড়িতদের চিহ্নিত করতে বলেছে সংসদীয় কমিটি

সংসদ রিপোর্টার ॥ ঢাকা মেডিক্যাল কলেজে (ঢামেক) প্রয়োজনের অতিরিক্ত এক্সরে ফিল্ম কিনে এক কোটি ২৩ লাখ ১৯ হাজার টাকা অপচয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে বলেছে সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, এ কে এম মাঈদুল ইসলাম, ডাঃ মোঃ রুস্তম আলী ফরাজী, পঞ্চানন বিশ্বাস, মোঃ মোসলেম উদ্দিন, মইনউদ্দিন খান বাদল ও ওয়াশিকা আয়েশা খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×