ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিকদের অর্থায়নে নতুন মুদ্রা ব্যবস্থা চালু হচ্ছে

প্রকাশিত: ০৬:৪৮, ২১ নভেম্বর ২০১৭

সাংবাদিকদের অর্থায়নে নতুন মুদ্রা ব্যবস্থা চালু হচ্ছে

ভুয়া সংবাদ ঠেকাতে একজোট হয়েছেন বৈশ্বিক সাংবাদিকরা। স্বাধীনভাবে কাজ করা সাংবাদিকদের অর্থায়ন ও সংবাদে বস্তুনিষ্ঠতা বজায় রাখতে নতুন মুদ্রা ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছেন তারা। ‘প্রেস কয়েন’ নামে এ নতুন ডিজিটাল মুদ্রা ব্যবস্থাটি ক্যালিফোর্নিয়ার বিনিয়োগ ফান্ড ‘হায়ারঅর্ডার ভিসি’ ও বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা একত্রে চালু করেছেন। এতে ফ্রিল্যান্স অনুসন্ধানী সাংবাদিকদের আর্থিক স্বাধীনতা দেয়া ও বিজ্ঞাপনভিত্তিক আয় করা সাংবাদিকতা বন্ধের আশা করছে প্রেস কয়েন কর্তৃপক্ষ। টুইটারে প্রেস কয়েন কর্তৃপক্ষ প্রচারণা চালাচ্ছে- ‘আসল সংবাদে বিনিয়োগ করুন’ আর এর জন্য বিভিন্ন হারে বোনাসও দিচ্ছে তারা। প্রেস কয়েনের প্রেসিডেন্ট অমিত রাথোরের বরাত দিয়ে রাশিয়া টুডে জানিয়েছে, বর্তমানে সাংবাদিকরা প্রকাশকদের ইচ্ছার অধীন। নিউজের পাঠক বাড়ানোর জন্য অনেক প্রকাশকই বিজ্ঞাপন দিচ্ছেন। তারা তাদের কন্টেন্টগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করছেন। অর্থনৈতিক রিপোর্টার
×