ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৩:৩৩, ২১ নভেম্বর ২০১৭

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২০ নবেম্বর ॥ আশুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন ম-লের দেয়া আনুমানিক দু’হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সোমবার সকালে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের খাগান বাজার থেকে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম পর্যন্ত সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ. এম. সালাউদ্দিন মঞ্জুর নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের ৬০ সদস্যের একটি দল অংশ নেয়। এতে নিরাপত্তার দায়িত্বে থাকে পুলিশ। কয়েক মাস আগে খাগান ও পাড়াগ্রাম এলাকায় ৫০/৬০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাসা-বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় আশুলিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য রুহুল আমিন মন্ডল ও চাঁনগাও এলাকার নবী বেপারির ছেলে সিপাই মিয়া। এদিন সকাল থেকে অভিযান চালিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই দু’এলাকার প্রায় দু’হাজার পরিবারের মধ্যে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই দু’এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে ৩টি মূল পয়েন্টে মাটির নিচে থাকা গ্যাসের পাইপ তুলে নিয়ে সিলগালা করে দেয়।
×