ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তরুণদের গড়ে তোলাই লক্ষ্য ওয়াকারের

প্রকাশিত: ০৬:১২, ২০ নভেম্বর ২০১৭

তরুণদের গড়ে তোলাই লক্ষ্য ওয়াকারের

স্পোর্টস রিপোর্টার ॥ এবারই প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সঙ্গে যুক্ত হয়েছেন কিংবদন্তি পাকিস্তানী পেসার ওয়াকার ইউনুস। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি২০ আসরের নবাগত দল সিলেট সিক্সার্স তাকে মেন্টর হিসেবে দলে টেনেছে মূলত তরুণ ক্রিকেটারদের সহযোগিতার জন্য। সেই সহযোগিতার প্রথম ধাপ হিসেবে সিলেটে পেসার হান্ট কার্যক্রমেও তিনি মূল বিচারক ছিলেন। আর এখন সিলেটকে নিয়ে কাজ করছেন তিনি। উঠতি ক্রিকেটারদের গড়ে তোলাই তার প্রধান কাজ। এমনটাই জানালেন ওয়াকার। বিপিএল শুরুর মাত্র ২ দিন আগে বাংলাদেশে এসেছিলেন ওয়াকার। নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট সিক্সার্সের আমন্ত্রণে এসে একদিন পরই চলে যান সিলেটে পেসার হান্ট কার্যক্রম শেষ করে। তিনদিন আগে আবারও তিনি এসেছেন সিক্সার্সের মেন্টর হিসেবে। এখন দলটির সহায়তায় কাজও শুরু করে দিয়েছেন তিনি। রবিবার সিলেট সিক্সার্সের অনুশীলনে তিনি তার গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ক্রিকেটারদের। এ বিষয়ে ওয়াকার বলেন, ‘আমি আসলে তরুণদের সাহায্য করতেই এখানে এসেছি। আমার কাজটি প্রতিদিনের নয়। শুধু অনুশীলনে। উঠতি তরুণ যাদের সহযোগিতার প্রয়োজন তাদের জন্য এবং পাশাপাশি টিম ম্যানেজমেন্টকেও সহায়তা দেয়া। আপনাকে ভুলে গেলে চলবে না এটা সিলেটের প্রথম। ওদের পর্যাপ্ত সহযোগিতার প্রয়োজন। যদি আমি কোন কাজে আসি সেটা দুইপক্ষের জন্যই ভাল হবে।’ পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। খেলোয়াড়ী জীবনে ছিলেন বিশ্বের অন্যতম ভয়ানক পেসার। এবার ওয়াকার তার যোগ্য শিষ্য হিসেবে দলে পাচ্ছেন বাংলাদেশের কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শরীফ, আবুল হাসান রাজু ছাড়া টিম ব্রেসনান ও লিয়াম প্লাঙ্কেটের মতো পেসারদের। অবশ্য দলের ব্যাটসম্যানদের নিয়েও কাজ করবেন তিনি। এ বিষয়ে ওয়াকার বলেন, ‘আমি ফাস্ট বোলার ও ব্যাটসম্যানদের সাহায্যার্থে চেষ্টা করে যাচ্ছি। এর আগেও আমি এই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। কখন কি করতে হবে সেটা আমি ভাল করেই জানি। পাশাপাশি এও জানি বিপিএলের মতো লীগগুলোতে আমার এমন কার্যক্রম কতটা ফলপ্রসূ হয়।’ দলের বোলিং বিভাগটা দারুণ হলেও সিলেট বর্তমানে আছে দারুণ বিপর্যস্ত অবস্থায়। শুরুতে টানা ৩ ম্যাচ জিতলেও আর জয়ের মুখ দেখেনি। একটি ম্যাচ পরিত্যক্ত হয় এবং বাকি ৩ ম্যাচে পরাজিত হয় তারা। কিন্তু এর পেছনে পেসারদের ইনজুরিতে পড়াটাও কারণ হিসেবে জানিয়েছেন ওয়াকার। তিনি বলেন, ‘দেখেন আমাদের দলটা অভিজ্ঞ। এখানে ব্রেসনান, লিয়াম প্ল্যাঙ্কেট ছাড়াও কয়েকজন উঠতি খেলোয়াড় আছে। যেমন আবুল হাসান রাজু। দলটা মেধায় পরিপূর্ণ তাতে কোন সন্দেহ নেই। টুর্নামেন্টের শুরুটা আমরা দারুণ করেছিলাম। প্রথম তিন ম্যাচেই আমরা জিতেছি। কিন্তু দুর্ভাগ্যবশত ইনজুরি আমাদের কিছুটা পেছনে ঠেলে দিয়েছে। লিয়াম প্লাঙ্কেট তার শতভাগ দিতে পারেনি। কিন্তু আমরা কালকেই (আজ) ঘুরে দাঁড়াতে চাইছি। টুর্নামেন্টে ভাল কিছু করতেই আমরা এখানে। প্রতিটি ম্যাচই আমাদের জন্য নতুন। কালকের (আজ) ম্যাচে সিলেট আরও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হবে।’ কোন একটি দলে প্রধান কোচের যে কাজ মেন্টর হিসেবে প্রায় সেই দায়িত্বটাই পালন করতে হয়। ওয়াকার জানিয়েছেন একজন মেন্টর কোচ, উপদেষ্টাসহ ম্যানেজমেন্টের সবার সঙ্গে সমন্বয় করে ক্রিকেটারদের উন্নতির জন্য কাজ করে। পরিকল্পনা তৈরি করে সেটার প্রয়োগ করা হয় অনুশীলন ও ম্যাচে।
×